কোহলির কড়া সমালোচনায় গম্ভির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব ক্রিকেটের বিভিন্ন সাবেক এবং বর্তমান তারকাদের নিয়ে সমালোচনা করে নিয়মিত আলোচনায় থাকেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভির। এবার তাঁর কথার তীর থেকে বাদ যাননি ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
সম্প্রতি ‘স্টার স্পোর্টস’-এর এক অনুষ্ঠানে গম্ভির জানিয়েছেন, কোহলি ব্যক্তিগত পারফরম্যান্সে সফল হলেও অধিনায়ক হিসেবে তিনি এখনও কিছু জিততে পারেননি। তাই গম্ভির মনে করেন কোহলির অনেক কিছু অর্জনের বাকি রয়েছে।

এ প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘ক্রিকেট দলগত খেলা। নিজে রান করে চলা যেতেই পারেন। ব্রায়ান লারা যেমন প্রচুর রান করেছে। আবার জ্যাক ক্যালিসের মতো ক্রিকেটার কিছু জিততে পারেনি। আর সত্যি কথা বলতে অধিনায়ক হিসেবে কোহলিও তো এখন পর্যন্ত কিছুই জিততে পারেনি। ওর অনেক কিছু অর্জনের বাকি রয়েছে।’
ভারতের অধিনায়ক হিসেবে কোহলি এখনও আইসিসির কোনো ট্রফি জিততে পারেননি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল তাঁর দল। এ ছাড়া ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকেই বাদ পড়তে হয়েছিল ভারতীয়দের।
সেই সূত্র ধরেই গম্ভির বলেছেন, ‘আপনি হয়তো বড় রান করে যেতেই পারেন। কিন্তু আমার মতে বড় ট্রফি জিততে না পারলে ক্রিকেট ক্যারিয়ার কখনই পূর্ণতা পাবে না।’