আইপিএলের বদলে এশিয়া কাপ নিয়ে বিসিসিআইয়ের ক্ষোভ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের তাণ্ডবের কারণে চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও এর আয়োজন হিসেবে শ্রীলঙ্কার নাম জোরেশোরেই শোনা যাচ্ছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দাবি এশিয়া কাপ শ্রীলঙ্কায় স্থানান্তরিত করতে রাজি হয়েছে এর মূল আয়োজন পাকিস্তান। যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) জানিয়েছে সম্প্রতি এসিসির সভায় এ নিয়ে সিদ্ধান্ত হয়নি।
এই সংবাদের ভিত্তি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে তারা। বিসিসিআইয়ের এক কর্মকর্তা এমন সংবাদে বিস্মিত হয়েছেন। ক্ষুব্ধ হয়েই দ্য টাইমস অব ইন্ডিয়াকে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমাদের কোনও ধারণাই নেই, এমন খবর কোথা থেকে আসছে। এসব এত দ্রুত ছড়াচ্ছে দেখে আমরা আসলেই বিস্ময়বোধ করছি।’
এর আগে লঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতি শাম্মি সিলভা দাবি করেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের এ বিষয়ে আলোচনা হয়েছে। করোনা পরিস্থিতিতে তারা আমাদের আয়োজক হওয়ার ব্যাপারে রাজি হয়েছে। এসিসি সভাতেই তারা আসলে আমাদের সবুজ সঙ্কেতটা দিয়েছে।’
লঙ্কান বোর্ড সভাপতির এমন বক্তব্যের বিরোধিতা করে বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘বিসিসিআই খুব পরিষ্কার, এ নিয়ে এসিসি সভায় কোনও সিদ্ধান্ত হয়নি। এভাবে সত্য জানাতে জানাতে বোর্ডও খুব ক্লান্ত হয়ে গেছে। এর আগে খবরটি ছিল জিম্বাবুয়ে, শ্রীলঙ্কায় সফর করার বিষয়ে। কিন্তু বাধ্য হয়ে বিবৃতিতে দিয়েই এ বিষয়টি পরিষ্কার করতে হয়েছে। আর এখন এই খবর।’
চলতি বছর এশিয়া কাপের জন্য আইপিএলের আসর বিসর্জন দেয়া যাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। সবকিছু ঠিক হলে এ বছর সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। যদিও এশিয়া কাপের সূচি ধার্য হয়ে আছে এ বছরের সেপ্টেম্বরে।
এই বিষয়টি খোলাসা করে বিসিসিআই এই কর্মকর্তা বলেন, ‘একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এশিয়া কাপের জন্য আইপিএল কাটছাঁট করা যাবে না। যারা এমনটি ভাবছে তারা আসলে ভারতের স্বার্থের বিষয়টি দেখছে না। আর বিসিসিআই এমন কিছুর সঙ্গী কখনও হবে না।’