এক বছরের অর্থ একবারে পাচ্ছেন জাহানারা-সালমারা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ ১৯ জন নারী ক্রিকেটার সময়মতোই এক বছরের বেতন পাবেন। বিসিবির নারী বিভাগের অপারেশন ইনচার্জ তৌহিদ মাহমুদ দৈনিক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাধারণত প্রতিবছরের জুলাই মাসে এক বছরের পাওনা পারিশ্রমিক প্রদান করা হয় নারী ক্রিকেটারদের। তবে করোনাভাইরাসের কারণে সকল ধরণের খেলা বন্ধ থাকায় এক মাস আগেই অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

এই প্রসঙ্গে তৌহিদ মাহমুদ বলেছেন, এটি ছিল আমাদের নিয়মিত কাজের অংশ। আমরা প্রতি বছরই জুন জুলাইয়ের মধ্যে জাতীয় দলের চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের এক বছরের পাওনা বেতন এক সঙ্গে দিয়ে দেই। তবে এবার করোনার কথা বিবেচনা করে জুনেই তাদের পাওনা পরিশোধের চেষ্টা চলছে। এরই মধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। আশা করি তারা দ্রুত পেয়ে যাবে।’
এক বছরের বেতন একসঙ্গে কেন দেয়া হয় এর একটি কারণও ব্যাখ্যা করেছেন মাহমুদ। তার ভাষায়, ‘আমাদের নারী দলের ক্রিকেটাররা জানিয়েছেন তারা সারা বছর বেতন না নিয়ে একবারে নিবেন। এতে করে তাদের বড় কিছু একটা কাজ করার সুযোগ আসে। সেই কারণেই আমরা তাদের দাবি মতো এক বছরের চুক্তির টাকা এক সঙ্গে পরিশোধ করি। এবারও তাই হচ্ছে।’
এদিকে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা পেয়ে দারুণ বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ খেলোয়াড় জাহানারা আলম। বিসিবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘বিসিবি আমাদের করোনার এই সময়ে দারুণ সাপোর্ট দিয়েছে। যেমন শুরুতে ২০ হাজার টাকা দিয়েছে আবার ঈদের আগে দিয়েছে ৮ হাজার করে। এবার জুনের মধ্যেই পেয়ে যাচ্ছি এক বছরের চুক্তির টাকা। এতে মানসিকভাবেও আমরা চাঙ্গা থাকবো।’