৩৯ বছর বয়সে ক্রিকেটে ফিরতে চান কানেরিয়া!

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
বয়স ৩৯। চলতি বছরের ডিসেম্বরে ৪০ বছর বয়সে পা দেবেন দানিশ কানেরিয়া। নিষেধাজ্ঞার কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকলেও এই বয়সে পুনরায় পেশাদার ক্রিকেটে ফিরতে চান পাকিস্তানের এই লেগ স্পিনার।
জাতীয় দলের হয়ে শেষবার কানেরিয়া খেলেছিলেন ১০ বছর আগে। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সম্ভাবনা নেই- এই বাস্তবতা মেনে নিয়েছেন তিনি।

গত রবিবার (১৪ জুন) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চেয়ে আবেদন করেছেন দেশটির হয়ে ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলা কানেরিয়া।
আইসিসি’র দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) চেয়ারম্যানকে চিঠি লিখে দেওয়ার জন্য নিজের আইনজীবির মাধ্যমে পিসিবির কাছে অনুরোধ করেছেন তিনি।
পিসিবি চেয়ারম্যান এহসান মানিকে পাঠানো এক চিঠিতে কানেরিয়ার আইনজীবি লিখেন, ‘আমার ক্লায়েন্টকে ঘরোয়া ক্রিকেট এবং এই সংক্রান্ত কাজে ফেরার অনুমতি প্রার্থনায় এসিইউ’কে লেখার জন্য পিসিবি কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাচ্ছি।’
২০১২ সালে ইংলিশ কাউন্টি দল অ্যাসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হন কানেরিয়া। পিসিবির সামনে শুরুতে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে দোষ স্বীকার করে নেন তিনি।