এশিয়া কাপ ইস্যুতে বিসিসিআইয়ের ক্ষোভ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে কোনো কথা হয়নি বলে জানিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
টেলিকনফারেন্সের মাধ্যমে গত সপ্তাহে এশিয়া কাপের ভবিষ্যত্ নিয়ে বৈঠক করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যরা। সেই বৈঠকের পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান শাম্মি সিলভা গণমাধ্যমে জানান শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে রাজি হয়েছে এসিসি। আর এসএলসিকে নাকি এই প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি

সিলভা বলেন, 'পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারা এরই মধ্যে রাজি হয়েছে এই বছরের এশিয়া কাপ আমাদের দেশে আয়োজন করার ব্যাপারে। আমাদের একটি অনলাইন মিটিং হয়েছে এবং তারা আমাদেরকে সবুজ সঙ্কেত দিয়েছে।'
সিলভার এই বক্তব্যের পরেই জোর আপত্তি জানিয়েছে বিসিসিআই। তারা সাফ জানিয়ে দিয়েছে এখন পর্যন্ত এশিয়া কাপ নিয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেয়া হয়নি। এই ধরনের বিভ্রান্তিমূলক খবর ছড়ানো নিয়ে তীব্র ক্ষোভও প্রকাশ করে তারা।
আমাদের কোনও ধারণাই নেই এই ধরণের রিপোর্ট কিভাবে আসলো। আমরা বিস্মিত যে এই ধরণের রিপোর্টগুলো কি করে এত দ্রুত ছড়ালো। বিসিসিআই পরিষ্কার করে জানাতে চায় যে এসিসি মিটিংয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এই ব্যাপারটি নিয়ে ব্যাখ্যা দিতে দিতে বিসিসিআই এখন ক্লান্ত। এর আগে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কায় সফর নিয়ে একটি ইস্যু তৈরি হয়েছিল এবং বিসিসিআইকে একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হয়েছে।'
এশিয়া কাপের চেয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতি বেশি আগ্রহ বিসিসিআইয়ের। আইপিএল সরিয়ে তার জায়গায় অন্য কোনো টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে রাজি নয় তারা।