promotional_ad

ইংল্যান্ডের কাছে প্রতিদান চায় না পাকিস্তান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগামী মাসেই ইংল্যান্ডে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছে পাকিস্তান। সিরিজটি নিয়ে অনেকেই সমালোচনা করছেন। অনেকেই মনে করেন এই সিরিজের বদলে ইংল্যান্ড দল পাকিস্তান সফর করবে।


যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ উল হক। ক্রিকেটের স্বার্থেই তাঁর দল ইংল্যান্ড সফরে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে মিসবাহ বলেন, 'ব্যপারটা এমন নয় যে আমরা সেখানে যাচ্ছি এর বিনিময়ে ইসিবি আমাদের কিছু দিবে। এ মুহূর্তে পিসিবি শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ফেরার চিন্তা করছে। খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে আনাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।'


ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। এ সফরকে সামনে রেখে করাচির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করছে পাকিস্তান দল। ইংল্যান্ড সফরের বদলে পাকিস্তান কিছু চায় না বলেই জানিয়েছেন মিসবাহ।


তাঁর ভাষ্য, 'অবশ্যই, আমরা প্রতিদানে কিছু চাইছি না। তবে আমরা শুধু ইসিবি নয়, সকল ক্রিকেটীয় জাতির কাছে একে অপরের জন্য সাহায্য চাই যাতে আবার মাঠে ক্রিকেট ফিরে আসে। এটা পাকিস্তানী সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ এবং পাকিস্তানের ক্রিকেটের জন্যও।'



পাকিস্তানের আগেই ইংল্যান্ড সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ দল। দলটি এখন ইংল্যান্ডে অবস্থ??ন করছে। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ চলাকালীনই ইংল্যান্ডে পা রাখবে পাকিস্তান। এরপর তারা কোয়ারেন্টিনে থাকবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball