promotional_ad

নিজ দেশের বিরুদ্ধেই বর্ণবাদের অভিযোগ করলেন কারবেরি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে হত্যা করার পর থেকে উত্তাল হয়ে আছে গোটা বিশ্ব। বর্ণবাদ বিরোধী আন্দোলনে নানাভাবে যোগ দিচ্ছেন ক্রিকেটাররাও।


এই ইস্যুতে থেমে নেই ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মাইকেল কারবেরিও। নিজ দেশের বিরুদ্ধেই বর্ণবাদী আচরণের অভিযোগ করেছেন তিনি। গায়ের রঙ কালো হওয়ায় নিজ দেশের পুলিশের কাছে বেশ হেনস্তার শিকার হতে হয়েছে বলে দাবি করেছেন কারবেরি। 



promotional_ad

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘কৃষ্ণাঙ্গ বিধায় আমাকে পুলিশ অনেকবার হেনস্থা করেছে। মিনেপোলিসে আপনি যা দেখছেন তা নিত্যদিনের মতো। একই মাসে জর্জ ফ্লয়েডের মতো প্রায় ৫০ থেকে ১০০টি ঘটনা ঘটে। এবার এটা আলোচিত হয়েছে কারণ এটা কেউ ভিডিও করেছে। এমন ঘটনা প্রচুর ঘটে যা নিয়ে কথা বলা হয় না।’ 


বর্ণবৈষম্যের বিরুদ্ধে বর্তমানে অনেকে সোচ্চার হলেও কৃষ্ণাঙ্গদের অবস্থার তেমন পরিবর্তন হয়নি বলে বিশ্বাস করেন কারবেরি। তিনি বলেছেন,  ‘স্লোগান দেওয়া হচ্ছে-ব্ল্যাক লাইভস ম্যাটার... আসলে তা কোনো ব্যাপারই নয়। যার কারণ, আমরা এখনও বর্ণবৈষম্যের বিরুদ্ধে কথা বলছি। কিছুই পাল্টায়নি। অন্যান্য দিনের মতো কালো মানুষদের জন্য এটাও আরেকটা তেমন দিন।'  


এখানেই থেমে থাকেননি ইংল্যান্ডের হয়ে ৬টি টেস্ট এবং ৬টি ওয়ানডে খেলা কারবেরি। ইংলিশ ক্রিকেটে কালো মানুষদের কথা ভাবা হয় না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। কারবেরির ভাষায়,  'ক্রিকেটে এখনও বর্ণ-বৈষম্য বিদ্যমান। যারা খেলাটি চালিয়ে যাচ্ছেন তারা কালো মানুষদের নিয়ে ভাবেন না। ইংলিশ ক্রিকেটে কালো মানুষরা গুরুত্বপূর্ণ নয়।’ 



ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং কাউন্টি ক্রিকেট পরিচালনার ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে বলে মনে করেন কারবেরি। ক্রিকেট বোর্ড কিংবা কাউন্টিতে কৃষ্ণাঙ্গ কারো জায়গা হয় না জানিয়ে তোপ দেগেছেন তিনি। 


কারবেরি বলেন, ‘আপনি যদি এই মুহুর্তের ইংলিশ ক্রিকেটের দিকে তাকান, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, সেসব পজিশনে কি কোনো কালো মানুষকে দেখাতে পারবেন? আপনি অ্যান্ড্রু স্ট্রস অথবা অ্যাশলে জাইলসের ভূমিকা নিয়ে কথা বলছেন। কোন কালো লোকটি ইংল্যান্ডের ক্রিকেটের বিষয়ে বড় সিদ্ধান্ত দেওয়ার সুযোগ আছে? কেউ নেই। কাউন্টি ক্রিকেটের দিকে তাকান। কতজন কৃষ্ণাঙ্গ প্রধান কোচ আছেন কাউন্টি ক্রিকেটে? কেউ নেই। কাউন্টি ক্রিকেটে কোনো কৃষ্ণাঙ্গ অধিনায়ক আছে?’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball