promotional_ad

বাবরকে বোর্ডের সতর্কবার্তা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত মাসে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান বাবর আজম। তবে এরপর থেকেই নানা কারণে সমালোচিত হয়ে আসছেন তিনি। অধিনায়কত্ব পাওয়ার পর সংবাদ গণমাধ্যমে ইংরেজি ভাষার ব্যবহার নিয়ে কথা বলে সাবেক ক্রিকেটারদের রোষানলে পড়েন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। 


সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিষেধাজ্ঞা অমান্য করে আবারো নেতিবাচক শিরোনামে উঠে এসেছেন বাবর। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে যখন পিসিবি নানা পদক্ষেপ হাতে নিচ্ছে তখন যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই স্থানীয় একটি ক্লাবের মাঠে অনুশীলন করতে যান বাবর আজম সহ জাতীয় দলের আরো দুই ক্রিকেটার ইমাম-উল হক এবং নাসিম শাহ।  



promotional_ad

বোর্ডের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়া ক্রিকেটারদের অনুশীলনে না নামার জন্য। কিন্তু এই নির্দেশ অমান্য করেই মাঠে নেমে পড়েন এই তিন ক্রিকেটার। স্বাভাবিকভাবেই বিষয়টি ভালোভাবে নেয়নি পিসিবি। ফলে প্রাথমিকভাবে এ তিন ক্রিকেটারকে সতর্ক করে দিয়েছে তারা।


এর আগে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর এক ভার্চুয়াল কনফারেন্সে ইংরেজি বলার দক্ষতা নিয়ে বক্তব্য দেন বাবর আজম। সেখানে কোনো প্রকার রাখঢাক না রেখেই তিনি বলেন, ‘আমি তো লাল চামড়ার মানুষ নই যে ইংরেজি ভালো বলতে পারব।’


তাঁর এই বক্তব্য মোটেই ভালোভাবে নেননি পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার শোয়েব আখতার এবং রশিদ লতিফ। বাবর আজমের কঠোর সমালোচনা করেন তারা। বাবরকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার দক্ষতা, ব্যক্তিত্ব এবং ফিটনেস বাড়ানোর পরামর্শও দেন তাঁরা। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball