সৌরভের প্রতিদ্বন্দ্বী এহসান মানি?

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান কে হতে যাচ্ছেন সেটা জানা যাবে জুনের শেষে। এই দৌড়ে এগিয়ে আছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। যদিও পাকিস্তানের সংবাদমাধ্যমে গুঞ্জন, গাঙ্গুলির চাইতেও এগিয়ে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ লিখেছে, পিসিবির একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছে আইসিসি চেয়ারম্যান পদে লড়তে যাচ্ছেন এহসান মানি। সৌরভের চেয়ে অন্তত তিন দিক দিয়ে মানি এগিয়ে আছেন বলে লিখেছে তারা।

মানি প্রথমত এগিয়ে অভিজ্ঞতায়। এর আগে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত আইসিসির সভাপতির দায়িত্ব পালন করেন মানি। সেই অভিজ্ঞতা করোনা পরবর্তী ক্রিকেটে কাজে লাগাতে পারবেন মানি, এমনটাই বিশ্বাস অনেকের।
দ্বিতীয়ত, মানি হিসাবরক্ষক হওয়ায় আইসিসির গুরুত্বপূর্ণ পদটি আরও ভালোভাবে সামলে নিতে পারবেন বলে দ্য নিউজ লিখেছে। করোনা পরবর্তী যুগে অনেক সীমিত বাজেট নিয়ে কাজ করতে পারবেন তিনি, এমনটা বেশ কয়েকটি দেশের প্রত্যাশা।
মানির এগিয়ে থাকার তৃতীয় কারণটি হচ্ছে তিনি 'ভারতীয়' নন! দ্য নিউজ আরও জানায়, বেশ কয়েকটি টেস্ট খেলুড়ে দেশ আইসিসিতে বিসিসিআইয়ের প্রভাব নিয়ে চিন্তিত। এ কারণে এহসান মনিকে আইসিসি চেয়ারম্যানের পদে লড়ার আহবান করে সংশ্লিষ্ট দেশগুলো।
বর্তমান আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের দায়িত্বের মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি মাসের শেষে। নতুন মেয়াদে দায়িত্ব নেয়ার ইচ্ছা নেই, এমনটা আগেই জানিয়েছেন ভারতের এই প্রখ্যাত আইনজীবী।