promotional_ad

ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছিলেন শোয়েব আখতার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আজ থেকে ১৫ বছর আগে এক নারীকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত হয়েছিলেন শোয়েব আখতার। ২০০৫ সালে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরে এই অভিযোগ ওঠে শোয়েবের বিরুদ্ধে। মূলত এক সতীর্থের কারণেই ফেঁসে গিয়েছিলেন তিনি। 


দীর্ঘ দিন পর অবশেষে একটি সাক্ষাৎকারে প্রকৃত বিষয় তুলে ধরেছেন শোয়েব। নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে শোয়েব জানিয়েছেন ভুল বোঝাবুঝি থেকেই এই ঘটনার উৎপত্তি হয়েছিল। একই সঙ্গে পাকিস্তান টিম ম্যানেজমেন্টেরও দায় ছিল এর পেছনে।



promotional_ad

শোয়েব বলেন, 'অস্ট্রেলিয়া থেকে আমাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। আমাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়েছিল সে সময়। আমাকে অভিযুক্ত করা হলেও আসলে আমি ছিলাম না। সে সময় পাকিস্তান দলের আরেকজন ছিল, যার সঙ্গে একটি মেয়ের ভুল বোঝাবুঝি হয়েছিল। টিম ম্যানেজমেন্ট সেই ছেলেটির ঘটনা আড়াল করেছিল।'


পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হস্তক্ষেপে প্রকৃত দোষী আড়ালেই থেকে যায় সেসময়। এমনকি বোর্ডকে এই ব্যাপারে বিস্তারিত জানানোর পরও নাকি তারা কোনও পদক্ষেপ নেয়নি বলে অবহিত করেছেন শোয়েব। শুধু তাই নয়, সেই ক্রিকেটারের নামও প্রকাশ করেনি পিসিবি। 


রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস খ্যাত এই পেসারের ভাষ্যমতে, 'বোর্ড যখন ছেলেটির ঘটনা আড়াল করে তখন আমি তখন বোর্ডকে বলেছিলাম। তারপরেও বোর্ড ছেলেটির নাম প্রকাশ করেনি। স্রেফ বলেছিল যে শোয়েব সেখানে ছিল না। সেই সময় সারা বিশ্বের মানুষ আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখছিল।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball