কোহলিদের স্লেজিং করতে ভয় পান ওয়েড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার ম্যাচে স্লেজিং একটি অতি পরিচিত বিষয়। স্লেজিং যুদ্ধে লিপ্ত হওয়ার ক্ষেত্রে দুই দলের কেউই খুব একটা পিছিয়ে নেই। তাই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে এই স্লেজিং।
অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডও এই তালিকার বাইরে নন। ভারতের বিপক্ষে এর আগেও খেলতে নেমে একাধিকবার স্লেজিং করেছেন তিনি। তবে এবার ব্যতিক্রম ঘটাতে চান ওয়েড।বিরাট কোহলিদের বিপক্ষে আগামী টেস্ট সিরিজে কোনও ধরণের স্লেজিং করবেন না বলে জানিয়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

এর একটি কারণও ব্যাখ্যা করেছেন ওয়েড। তাঁর মতে ভারতের মতো শক্তিশালী দলকে স্লেজিং করলে হিতে বিপরীত হওয়াটা অমূলক নয়। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, 'ভারত দল হিসেবে খুবই শক্তিশালী । স্লেজিং করলে ওদেরই সুবিধা হবে।'
স্লেজিংয়ের ব্যাপারে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বেশ এগিয়েই থাকবেন অনেকের চেয়ে। ওয়েড নিজেও সেটি মানছেন। কোহলি প্রসঙ্গে তিনি বলেন, 'বিরাট খুব বুদ্ধিমত্তার সঙ্গে স্লেজিং করে । ভাষা প্রয়োগ ও শরীরী ভাষাতেও থাকে বুদ্ধির ছোঁয়া। আমি এর মধ্যে জড়াতে চাই না।'
পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সেই সফরে তিনটি টি-টোয়েন্টি, চারটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকায় দর্শকশুন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে সিরিজগুলো।