কোহলির এগিয়ে চলার সাক্ষী হতে পেরে ভাগ্যবান উইলিয়ামসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজ নিজ দলকে নেতৃত্ব দিয়েছিলেন কেন উইলিয়ামসন এবং বিরাট কোহলি। সময়ের পরিক্রমায় দুজনই এখন জাতীয় দলের অধিনায়ক। সাফল্যের সঙ্গেই তারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুবাদে দুজনের বন্ধুত্বও গড়ে উঠেছে। কোহলির উন্নতির সাক্ষী হতে পেরেই দারুণ আনন্দিত উইলিয়ামসন। রবিবার স্টার স্পোর্টসের একটি আয়োজনে কোহলির প্রশংসা করেছেন নিউজিল্যান্ড দলপতি।

উইলিয়ামসন বলেন, ‘হ্যাঁ, পরস্পরের বিপক্ষে খেলতে পারায় আমরা ভাগ্যবান। তরুণ বয়সে দেখা হওয়া এবং তার উন্নতির পথে এগিয়ে চলার সাক্ষী হতে পারা দারুণ ব্যাপার।’
মাঠের ক্রিকেটে চরম আক্রমণাত্মক কোহলি। অন্যদিকে উইলিয়ামসনকে সবাই ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবেই দেখেন। মাঠে তাঁকে কখনও মেজাজ হারাতে দেখা যায়নি। উইলিয়ামসনের মধ্যে দুজনের মধ্যেই কিছু কিছু মিল রয়েছে।
তিনি বলেন, ‘এটা বেশ মজার ব্যাপার। দীর্ঘদিন ধরে আমাদের একে অন্যের বিপক্ষে খেলতে হচ্ছে। কিন্তু সম্ভবত গত কয়েক বছরে আমরা খেলাটি সম্পর্কে নিজেদের দৃষ্টিভঙ্গি ও কিছু সৎ ভাবনা আদান-প্রদান করেছি এবং কিছু ক্ষেত্রে মিল খুঁজে পেয়েছি। যদিও শারীরিক দিক বিবেচনায় আমাদের খেলার ধরন এবং মাঠে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য কিছুটা আলাদা।’