টেস্ট ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ চান কুম্বলে

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
লম্বা সময় পর মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনার প্রকোপের মধ্যেই আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে তিনটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের সূচিতে রাখা হয়নি কোনও প্রস্তুতি ম্যাচ। এ নিয়ে হতাশ আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে। তাঁর মতে, লম্বা বিরতির পর ক্রিকেট ফেরায় টেস্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচ রাখা খুবই গুরুত্বপূর্ণ ছিল।
সম্প্রতি ভারতের কিংবদন্তি এই স্পিনার বলেন, “হঠাৎ করে টেস্ট খেলতে হলে ক্রিকেটারদের শরীরকে মানিয়ে নিতে হবে অবশ্যই। কেননা ফাস্ট বোলারদের জন্য ৩০ ওভার বা স্পিনারদের জন্য ৩০-৪০ ওভার করা মোটেই সহজ হবে না। এমনকি ব্যাটসম্যানদের জন্যও এটা কঠিন।

ব্যাটিংয়ের সময় তারা যে পেশীশক্তি ব্যবহার করে, তা পুরোপুরি আলাদা। ম্যাচ পরিস্থিতিতে সবকিছুই সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে করা লাগে। এগুলোর জন্য অনুশীলন করা হয় না, বিশেষ করে ঘরের কন্ডিশনে। তাই এটা গড়ে তুলতে হবে। এ কারণে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচের আগে কিছু প্রস্তুতি ম্যাচ রাখা যেতে পারে।”
এ মাসেই ইংল্যান্ড সফরে রওনা করবে ওয়েস্ট ইন্ডিজ। ৯ জুন ইংল্যান্ডে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে ক্যারিবিয়ানরা।
আগামি ৮ জুলাই অ্যাজেস বোলে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ জুলাই এবং তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ জুলাই। শেষ ম্যাচ দুটির ভেন্যু ওল্ড ট্রাফোর্ড।