promotional_ad

তামিম দারুণ অধিনায়ক হবেন, মাঞ্জরেকারের ভবিষ্যদ্বাণী

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


তামিম ইকবাল দারুণ অধিনায়ক হবেন, এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার। সম্প্রতি ইএসপিন ক্রিকইনফোর লাইভ কাস্টে মাঞ্জরেকারের অতিথি ছিলেন তামিম।


সেখানেই এমন মন্তব্য করেছেন মাঞ্জরেকার। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর কাটিয়ে দেওয়ার পর গত মার্চে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন তামিম। মাঞ্জরেকারের বিশ্বাস তামিমের অধিনায়কত্বের এটাই সেরা সময়।



promotional_ad

এ প্রসঙ্গে মাঞ্জরেকার বলেন, 'হয়তো তোমার অনেক সময় লেগেছে নেতৃত্ব পেতে। তবে ছোট্ট এই আলোচনা থেকে আমি যা বুঝতে পারছি, এটিই তোমার জন্য সঠিক সময়। মনে হচ্ছে, মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছো, অভিজ্ঞতা তোমার সঙ্গী। আমার মনে হয় তুমি খুব ভালো করবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সঠিক ধারণা তোমার আছে। আজকে আমার ভবিষ্যদ্বাণী, তুমি দারুণ অধিনায়ক হবে।'


তামিম অধিনায়কত্ব পাওয়ার আগে তিন ফরম্যাটেই সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন লম্বা সময়। এ ছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করার ইতিহাস আছে তাঁর। এবারই প্রথমবারের মতো মূল অধিনায়কত্ব পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।


নেতৃত্ব নিয়ে তামিম বলেন, 'নেতৃত্ব আমাকে কখনোই আকর্ষণ করেনি। অনেকেরই স্বপ্ন থাকে দেশকে নেতৃত্ব দেওয়ার। আমার বরাবরই মনে হয়েছে, পারফরম্যান্স দিয়ে দলকে নেতৃত্ব দিতে পারাই যথেষ্ট। নেতৃত্ব দিতে অধিনায়ক হওয়া জরুরি নয়।'



'এবার যখন সুযোগটি এলো, আমার কোচদের একজন বললেন, ‘চেষ্টা করো। করে দেখো। মানা করে দেওয়া সহজ। কিন্তু পরে আক্ষেপ হতে পারে যে সুযোগ থাকার পরও দেশকে নেতৃত্ব দেইনি। ভিন্ন কিছুও তো হতে পারে। চেষ্টা করে দেখো। ভালো না লাগলে তো সুযোগ আছেই, যে কোনো সময় বোর্ডকে গিয়ে বললেই হবে যে যথেষ্ট ভালো করছি না’।'


'আমি এমন একজন, যা কিছুই করি, সবসময় হৃদয় উজার করে করি। অধিনায়কত্বে আমি খুব অভিজ্ঞ নই, ঘরোয়া ক্রিকেটেও খুব করিনি। আমি তাই ভুল করতে বাধ্য। তবে যা কিছুই করি, এটা নিশ্চিত যে দলকে সবার ওপরে প্রাধান্য দেব, তারপর বাকি সব। যদি আমি দায়িত্বের প্রতি সুবিচার করতে পারি, তাহলে চালিয়ে যাব। যদি না পারি, আমি নিজেই বলল, ‘ধন্যবাদ’।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball