promotional_ad

যুক্তরাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলতে চান প্লাঙ্কেট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড দল। ৫৫ জনের প্রাথমিক দলে জায়গা হয়নি বিশ্বকাপ খেলা লিয়াম প্লাঙ্কেটের। ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচকরা যে তাঁর উপর খুব একটা আগ্রহী নয় সেটা বুঝতে বাকি নেই প্লাঙ্কেটের।


তিনিও বিকল্প চিন্তা ভেবে রেখেছেন। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। মার্কিন স্ত্রীর সুবাদে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পথ পাওয়ার পথ খোলা প্লাঙ্কেটের সামনে। সেই সুযোগটাই কাজে লাগাতে চান তিনি।



promotional_ad

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে প্লাঙ্কেট বলেছেন, 'ওখানে ক্রিকেটের সঙ্গে জড়িত হতে পারলে ভালোই লাগবে। আমার বাচ্চারা হয়তো আমেরিকান হবে। সেক্ষেত্রে যদি বলতে পারি আমি ইংল্যান্ড ও যুক্তরাস্ট্র দুই দলের হয়েই খেলেছি, তাহলে দারুণ হবে।'


গত বছর আইসিসির তরফ থেকে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে যুক্তরাষ্ট্র। তিনবছর সেখানে বাস করলে জাতীয় দলের হয়েও খেলতে সমস্যা হবে না প্লাঙ্কেটের। সুযোগ পেলে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে অবদান রাখতে প্রস্তুত তিনি।


প্লাঙ্কেটের ভাষ্য,  'আমি একজন ইংলিশ এবং সব সময় ইংলিশম্যান থাকব। কিন্তু আমি এখনো ফিট এবং যদি সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ থাকলে কেন নিব না? আমি যদি ওখানে যাই এবং যুক্তরাস্ট্রের নাগরিক হই, অথবা গ্রীন কার্ড পাই, তাহলে ওদের উন্নতিতে অবদান রাখতে পারব। ইংল্যান্ডের হয়ে সব শেষ করার পর ওদের সঙ্গে যুক্ত হতে পারলে খুব ভালো হবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball