আইপিএল খেললেও ভারতের হয়ে খেলবেন না ধোনি: হরভজন

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা চালিয়ে গেলেও জাতীয় দলের পোশাকে আর খেলার সম্ভাবনা নেই মহেন্দ্র সিং ধোনির, এমনটা মনে করছেন হরভজন সিং।
সম্প্রতি ইন্সটাগ্রাম লাইভে ধোনির চেন্নাই ও জাতীয় দলের সতীর্থ হরভজন বলেন, ‘এটা ১০০ ভাগ নিশ্চিত যে সে আইপিএল খেলবে, তবে সে ভারতের হয়ে আর খেলতে চায় না। আমি যতদূর জানি, সে আর খেলতে চায় না। সে ভারতের হয়ে খেলে ফেলেছে এবং আমি তাকে যতটুকু জানি, সে পুনরায় নীল জার্সি পরতে চায় না।

যখন ভারতের হয়ে খেলার কথা আসে তখন বলব, গত বিশ্বকাপের সেমিফাইনালেই সে শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। এটাই তার শেষ ম্যাচ হতে পারে। আরও দুইজন এই কথা আমাকে বলেছে। দেখা যাক, কী হয়।’
ইংল্যান্ড বিশ্বকাপের আগে থেকেই গুঞ্জন ছিল, সেই বিশ্বকাপ শেষে অবসরে যেতে পারেন ধোনি। কিন্তু অবসরে যাননি ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পরপর আলোচনায় আসে ধোনির পারফর্মেন্স। ধীর গতিতে ব্যাটিংয়ের কারণে সমালোচিত হন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।
এ ছাড়া উইকেটরক্ষক ঋষভ পান্ত, লোকেশ রাহুল বা দিনেশ কার্তিকদের তখনকার ফর্মের কারণেও সীমিত ওভারের ম্যাচগুলোর একাদশে ধোনির জায়গা নড়বড়ে ছিল।
বিশ্বকাপে অবশ্য খারাপ করেননি ধোনি। আট ইনিংসে ৪৫.৫০ গড়ে করেছেন ২৭৩ রান। বিশ্বকাপের পর আর মাঠে নামেননি তিনি।