বিসিসিআইয়ের প্রতি রোহিতের কৃতজ্ঞতা

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সম্মাননা রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের মনোনয়ন পেলেন রোহিত শর্মা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে তাঁকে এই মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়ন পেয়ে বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রোহিত।
একটি ভিডিওবার্তায় তিনি বলেন, 'রাজিব গান্ধী খেল রত্ন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়ে দারুণ লাগছে। এটা ভারতের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ পুরস্কার। আমি খুব সম্মানিত বোধ করছি। বিসিসিআইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমার দলের সদস্য, স্টাফ, ভক্তদের প্রতি কৃতজ্ঞ।'

ইংল্যান্ড বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেন ভারতের রঙিন পোশাকের ক্রিকেটের সহ-অধিনায়ক রোহিত। রেকর্ড পাঁচটি সেঞ্চুরি করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক বনে যান তিনি।
২০১৯ সালে মোট ২৮টি ওয়ানডে ম্যাচ খেলে করেন ৫৭.৩০ গড়ে ১৪৯০ রান। ওয়ানডে দলে ভালো পারফরম্যান্স থাকার কারণে সেই বছরই টেস্ট দলে থিতু হন রোহিত।
ইনিংস উদ্বোধন করতে নেমে গত বছর ৫টি টেস্টে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেছেন আগ্রাসী এই ব্যাটসম্যান। সেঞ্চুরি ছিল তিনটি।
রোহিত ছাড়াও অর্জুনা পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন পেসার ইশান্ত শর্মা, ওপেনার শিখর ধাওয়ান ও নারী দলের অলরাউন্ডার দিপ্তি শর্মা।
ক্রিকেটারদের মধ্যে ইতোপূর্বে এই পুরস্কার পেয়েছেন শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।