সহসাই ফেরা হচ্ছে না হেলসের

ছবি: ছবিঃ- ইসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ বিশ্বকাপের আগে শৃঙ্খলা ভঙ্গ করে পুরো দলের চক্ষুশূল হয়েছিলেন অ্যালেক্স হেলস। আগ্রাসী এই ওপেনারকে দলে না নিয়েই শিরোপা জিতেছিল ইংল্যান্ড। ধারণা করা হচ্ছিল, ইংল্যান্ডের পোশাকে দ্রুতই হয়তো ফিরতে পারেন হেলস। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন দলটির সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগান।
মাদক গ্রহণ করে ইংল্যান্ডের লম্বা সময়ের পরিকল্পনা ভেস্তে দিতে যাচ্ছিলেন হেলস। মরগানের মতে, পুরো দলের ভাবমূর্তি নষ্ট করার সাজা এতো দ্রুতই কাটছে না হেলসের।

মরগান বলেন, “আমি অ্যালেক্সের সঙ্গে কথা বলেছি। অবশ্যই তার ফেরার পথ আমি দেখছি। ব্যাপারটা যখন বিশ্বাসভঙ্গের, সময়ই কেবল তা নিরাময় করতে পারে।
কেবল ১২ থেকে ১৩ মাস হয়েছে ঘটনাটির। এটা আমাদের চার বছরের পরিশ্রমকে বিফল করে দিতে পারত। যা বিশ্বকাপ অভিযানকে লক্ষ্যচ্যূত করতে পারত, তাই তার ফিরতে আরও সময়ের প্রয়োজন।”
পুরো দলের বিশ্বাস অর্জন করার পর দলে ফিরতে বাধা থাকবে না হেলসের, মনে করছেন মরগান। তবে পুনরায় বিশ্বাস অর্জন করতে সময় প্রয়োজন হেলসের, মানছেন মরগান।
তিনি আরও বলেন, “এটা অ্যালেক্সের পারফরম্যান্সের জন্য নয়। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য মাঠে ও মাঠের বাইরে আমরা যে মূল্যবোধগুলি মেনে চলি, সেগুলো সম্পূর্ণ অবজ্ঞা করেছিল সে।
যত সময়ই দরকার হোক না কেন, তার সেই বিশ্বাসটা আবার গড়ে তোলা খুব জরুরি। এরপর আশা করি, সুযোগ আপনাআপনিই সামনে চলে আসবে।”