অস্ট্রেলিয়া সফর নিশ্চিত কোহলিদের?

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রকোপে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। যদিও চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলাটা অনেকটাই নিশ্চিত বিরাট কোহলিদের।
ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠেয় এই সিরিজটি মাঠে না গড়ালে ৩০ কোটি অস্ট্রেলিয়ান ডলার আয় থেকে বঞ্চিত হবে অস্ট্রেলিয়া! এ কারণে সিরিজটি নিয়েই বেশি করে ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সিএ'র প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেন, “এখনকার বিশ্বে নিশ্চিত বলে কোনও কিছু নেই। তাই ১০-এ ১০ আমি বলতে পারছি না। এইটুকু বলতে পারছি, ভারতের সফরে আসার সম্ভাবনা অন্তত ১০-এ ৯।
দর্শক থাকবে কিনা, সেটি অবশ্য এখনও আলোচনায় আছে। তবে ভারতের সফর না হলে আমি বিস্মিত হব। শুরু থেকে দর্শকদের পুরোপুরি রাখতে পারব কিনা, সেটি নিশ্চিত বলতে পারছি না। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আপাতত বড় ধরনের কোনও আলোচনা চলছে না ক্রিকেট অস্ট্রেলিয়ায়। করোনার প্রকোপ অবশ্য অস্ট্রেলিয়ায় কমেছে।
তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপ অবশ্য পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই মাসের শেষদিকে আইসিসির সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা করা হবে।