আগস্টে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে ঠিক কবে মাঠে ক্রিকেট ফিরবে সেটি অনিশ্চিত। তবে এর মাঝেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
এমনটাই দাবি করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ভারপ্রাপ্ত প্রধান কার্যনির্বাহী জ্যাক ফউল। বিসিসিআইয়ের সঙ্গে এই ব্যাপারে নাকি ইতিবাচক আলোচনাও হয়েছে সিএসএর। এমনকি দর্শকশুন্য স্টেডিয়ামে হলেও সিরিজটি আয়োজন করতে চায় তারা।

এই প্রসঙ্গে ফউল বলেন, ‘বিসিসিআই এর সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা সাসকোকের মাধ্যমে মন্ত্রীর সঙ্গে (ক্রীড়া, কলা ও সংস্কৃতি) গোটা বিষয়টি আলোচনার চেষ্টা চালাচ্ছি। যদি দর্শক প্রবেশের অনুমতি না মেলে সেক্ষেত্রে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করার ব্যাপারে অনুমতি পাওয়ার চেষ্টা করছি।’'
এদিকে বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি জানিয়েছেন ভারত সরকার অনুমতি দিলে তবেই সিরিজটি নিয়ে ভাববেন তারা। যদিও করোনার প্রকোপ কমার উপর নির্ভর করছে সবকিছু। সিএসএর মতো তারাও আশাবাদী দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার।
এই প্রসঙ্গে জোহরি বলেছেন, 'প্রত্যেকেরই অধিকার আছে নিজেদের সুরক্ষা নিয়ে ভাবার। আর আমাদের সেটার সম্মান করতেও হবে। ভারত সরকার যেভাবে নির্দেশিকা দেবে, আমরা সেভাবে চলব। আমার মতে, বর্ষা শেষেই একমাত্র ক্রিকেট মরশুম শুরু হতে পারে। আশা করছি, অবস্থার উন্নতি ঘটবে তত দিনে। সেটা হলে আমাদের হাতেও বিকল্প আসবে। তখন সেই মতো আমরা সিদ্ধান্ত নেব।'