যে সেঞ্চুরি মিসের আক্ষেপ ভুলতে পারেননি তামিম

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ফরম্যাট মিলিয়ে তামিম ইকবালের সেঞ্চুরি সংখ্যা ২৩টি। তবে এই সংখ্যা হয়তো আরো বেশিই থাকতো তাঁর। কারণ ক্যারিয়ারে ১৮টি ইনিংসে সেঞ্চুরির আশা জাগিয়েও হাতছাড়া করেছেন এই ওপেনার। যার মধ্যে দশটি ওয়ানডেতে।
অর্থাৎ একটু সতর্ক হয়ে খেললে সবমিলিয়ে ৪১টি সেঞ্চুরি থাকতো তামিমের। সেঞ্চুরি মিসের আক্ষেপ তাই কোনো অংশে কম থাকার কথা নয় তাঁর। তবে টাইগার ওপেনার সবচাইতে কষ্ট পেয়েছিলেন ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ রানে আউট হওয়ার পর।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ওয়ানডেতে কেইথ ডাবেঙ্গওয়ার বলে গ্রায়েম ক্রিমারের হাতে ক্যাচ দেয়ার আগে ৯৬ বলে ৯৫ রান করেন তামিম।
শনিবার (১৬মে) ফেসবুকে এক লাইভ আড্ডায় নিজের সেঞ্চুরি মিসের আক্ষেপের কথা জানিয়েছেন তামিম। লাইভে তামিমকে সৌম্য সরকার প্রশ্ন করেছিলেন, ‘আপনি তো অনেক ৮০-৯০ রানের ইনিংস খেলছেন। এর মধ্যে কোন সেঞ্চুরিটা মিস করায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন?’
এরপর তামিম জবাব দেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে, অস্ট্রেলিয়ার সঙ্গে ৯৫ রান। তবে সত্যি কথা বলতে আমি সবচেয়ে বেশি কষ্ট যদি কোন ইনিংসে সেঞ্চুরি মিস করে পেয়েছি, সেটা হলো চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে অনেক আগে ৯৫ করে আউট হয়ে গিয়েছিলাম। ঐ ইনিংসে সেঞ্চুরি না করায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তামিম। তাঁর পরে সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে ১৪টি সেঞ্চুরি রয়েছে তাঁদের।