promotional_ad

আপনারা বাংলাদেশকে ছোট করেছেন: মুশফিক

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা দুর্গতদের সাহায্যার্থে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি গত ৯ মে (শনিবার) নিলামে তোলেন মুশফিকুর রহিম। নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান পিকাবু ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাধ্যমে নিলামে উঠানো হয় তাঁর এই ব্যাটটি। ঐতিহাসিক এই ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয় ৬ লাখ টাকা।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য ছিল জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। অথচ সবচাইতে ন্যাক্কারজনক ব্যাপার হলো শুরু থেকেই তাঁর আবেগ নিয়ে খেলতে নামে একদল অসাধু শ্রেণীর লোক। ভুয়া বিডিংয়ের মাধ্যমে একের পর এক দাম হাঁকাতে থাকে তারা।



promotional_ad

শেষ পর্যন্ত একটা পর্যায় নিলাম স্থগিত রাখারও সিদ্ধান্ত নেয় আয়োজক প্রতিষ্ঠান পিকাবু। এরপর তথ্য উপাত্ত যাচাই বাছাই করে পুনরায় নিলাম শুরু করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। ভুয়া এসকল বিডারদের ধিক্কার জানিয়েছেন মুশফিক নিজেই। 


বাংলাদেশকে বিশ্ব দরবারে ছোট করার জন্য কাজটি করেছেন তারা বলে মনে করেন জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। স্পোর্টস ফর লাইফের লাইভ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি।


মুশফিক বলেছেন, ‘আমি ধিক্কার জানাতে চাই যারা ভুয়া বিড করেছেন। আপনি শুধু আমার নামকে ছোট করেননি। বাংলাদেশ ক্রিকেটকে ছোট করেননি। বাংলাদেশকে ছোট করেছেন। আপনার একটি বিডের খবর সারাবিশ্বে পৌঁছে গেছে।’



অবশ্য সকল বাঁধা অতিক্রম করে শেষ পর্যন্ত মুশফিকের ব্যাট বিক্রি হয়েছে বিপুল দামে। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি তাঁর নিজের দাতব্য সংস্থার জন্য ব্যাটটি কিনে নেন ২০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশী টাকায় যার মূল্য ১৭ লাখ টাকা। 


২০১৩ সালে গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ইতিহাস রচনা করা সেই প্রিয় ব্যাটটিই করোনা দুর্গতদের সাহায্যার্থে বিক্রি করলেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball