promotional_ad

সিদ্ধান্ত বাতিল করলেন আশরাফুল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে সারা দেশ কার্যত অচল হয়ে পড়ায় কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। এমতাবস্থায় অসহায় এসকল মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।


সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও চেয়েছিলেন মহতী এই উদ্যোগে অংশ নিতে। কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন তিনি।



promotional_ad

এ থেকে প্রাপ্ত অর্থ দেশে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যয় করতে চেয়েছিলেন আশরাফুল। কিন্তু তাঁর এই মহৎ ইচ্ছা আপাতত পূরণ হচ্ছে না। ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত বাতিল করেছেন আশরাফুল। মূলত মুশফিকুর রহিমের ব্যাটের নিলাম দেখার পরেই সরে আসেন তিনি।  


এই প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি দেখেছি, মুশফিকের ব্যাট নিলামের সময় অনেক ভুয়া দর হাঁকা হয়েছে। যদি এরকম কিছু ঘটে তাহলে ব্যাট নিলামে তোলার কোনো মানেই হয় না। আমি আসলে বুঝতে পারছি না বাংলাদেশে কীভাবে নিলাম হয়। দেশে নিলামের ভালো সংস্কৃতি রয়েছে বলে আমি মনে করি না।’


নিলামে সঠিক দাম পাওয়ার জন্য প্রক্রিয়াটি স্বচ্ছ হতে হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তাঁর ভাষ্যমতে, ‘ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আমি ব্যাট নিলামে তুলতে চেয়েছিলাম। কিন্তু এখন আমি মনে করি নিলামের জন্য ভালো প্রক্রিয়া থাকা উচিৎ।'



কিছুদিন আগে ই-কমার্স সাইট পিকাবুতে নিলামে ওঠে মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি। কিন্তু শুরু থেকেই বেশ কিছু মানুষ ভুয়া দর হাঁকাতে থাকে ব্যাটটির। শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে নিলামটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball