এখনই ক্রিকেট শুরুর দাবি পিটারসেনের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের তান্ডব থামছেই না। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ। এমন অবস্থায় অনেকেই দর্শকশূন্য মাঠে ক্রিকেট খেলা শুরু করার পক্ষে মত দিয়েছেন।
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনও মনে করেন, পরিস্থিতি খারাপ বলেই মনকে সতেজ রাখতে খেলা চালু করা দরকার, দর্শকশূন্য মাঠে হলেও ক্রিকেট চালু করার পক্ষে তিনি।

এ প্রসঙ্গে পিটারসেন বলেছেন, ‘খেলাধুলা মানুষের মনকে সতেজ করে। এই মুহূর্তে মানুষের ফুরফুরে থাকা দরকার। পরিস্থিতি যা তাতে ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত দর্শকশূন্য মাঠে খেলা চালানো দরকার। আমি বলব ক্রীড়াবিদদের এগিয়ে আসতে হবে।’
দর্শকরা মাঠে গিয়ে ক্রিকেট দেখা থেকে বঞ্চিত হলেও টিভিতে বিপুল পরিমাণ দর্শক ক্রিকেট দেখতে পারবে বলে মত পিটারসেনের। তিনি বলেন, ‘মাঠে দর্শক না থাকুক। দর্শক তো টিভির সামনে থাকছেই। বিপুল পরিমাণ দর্শক সরাসরি সম্প্রচার দেখবে, সেটা মাথা??? রাখা জরুরি।’
করোনা মহামারি আকার ধারণ করার পর সেই মার্চ আর কোনো ক্রিকেট ম্যাচ মাঠে গড়ায়নি। একে একে বাতিল হয়ে গেছে অনেক সিরিজও। যত দিন গড়াচ্ছে ক্রিকেট সূচিও বিপর্যস্ত হচ্ছে।
এর ফলে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট বোর্ড গুলো। করোনার কারণে ক্রিকেটাররা অনুশীলন থেকেও বঞ্চিত হচ্ছেন। তাই ক্রিকেট মাঠে ফেরানোর তাগিদ পিটারসেনের, ‘অনেক ক্রিকেটারের জীবনের সেরা ছন্দে থাকার সময় চলছিল। তারা কেন খেলতে চাইবে না?’