নিজের সেরা ব্যাটসম্যানের নাম জানালেন আল আমিন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম হটকেক ক্রিস গেইল। মারকাটারি ব্যাটিং, একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে বোলারদের তুলোধুনো করাই ক্যারিবিয়ান এই ব্যাটিং দানবের অন্যতম বৈশিষ্ট্য।
এরই মধ্যে বিশ্বের অনেক বাঘা বাঘা বোলারদের কাছ থেকে সমীহ আদায় করে নিয়েছেন গেইল। ব্যতিক্রম নন বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি পেসার আল আমিন হোসেনও। শনিবার (৯ মে) ক্রিকফ্রেঞ্জির লাইভ সেশনে গেইলকে সবচাইতে কঠিন ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করেছেন তিনি।

গেইলের বিপক্ষে কয়েকবার খেলার অভিজ্ঞতা রয়েছে আল আমিনের। সেই অভিজ্ঞতা থেকেই ক্যারিবিয়ান তারকাকে স্পেশাল ব্যাটসম্যানের কাতারে ফেলেছেন ৩০ বছর বয়সী এই পেসার।
নিজের দেখা সেরা ব্যাটসম্যান প্রসঙ্গে আল আমিন বলেন, 'ক্রিস গেইল খুব ধ্বংসাত্মক ব্যাটিং করে। ও যেদিন টিকে যায় বা ওর যেদিন খেলা উঠে সেদিন ও আপনাকে শেষ করে ফেলবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ও খুব স্পেশাল।'
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হয়ে ১০৩টি টেস্ট, ৩০১টি ওয়ানডে এবং ৫৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৪০ বছর বয়সী গেইল। টেস্টে ৪২.১৮ গড়ে ৭ হাজার ২১৪ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে ওয়ানডেতে তাঁর রান ৩৭.৮৩ গড়ে ১০ হাজার ৪৮০। আর টি-টোয়েন্টিতে ৩২.৫৪ গড়ে এক হাজার ৬২৭ রান রয়েছে তাঁর।