ডট বল করলেই কোহলি স্লেজিং করে: আল আমিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেট মাঠে স্লেজিং করেন অনেক ক্রিকেটারই। তবে সীমাহীন স্লেজিংয়ের জন্য অনেক সময় সমালোচিত হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের পেসার আমিন হোসেন জানিয়েছেন, কোহলির বিপক্ষে কোনো ডট বল করলেই স্লেজিং শুরু করেন এই ভারতীয় ব্যাটসম্যান।
শনিবার (৯ মে) ক্রিকফ্রেঞ্জির লকডাউন আড্ডায় একথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের এই পেসার। কোহলির বিপক্ষে খুব বেশি খেলার সুযোগ হয়নি আল আমিনের। অল্প সাক্ষাতেই কোহলির এই ভিন্ন রূপটা দেখা হয়ে গেছে বাংলাদেশের এই পেসারের।

এ প্রসঙ্গে আল আমিন বলেছেন, 'ওকে (কোহলি) যদি আপনি ডট বয়ল করেন, ও কিন্তু আপনাকে স্লেজ করবে। কোহলিকে দুই তিনবার বল করার সুযোগ হয়েছে। ২০১৬ তে যে টি-২০ খেলাটা হল ভারতে ওখানেও ওকে বল করেছিলাম। আমরা যে টেস্টটা খেললাম ভারতে তখনও বল করেছিলাম। যখনই আপনি ভালো বল করবেন তখনই ও আপনাকে প্রেশারে ফেলার চেষ্টা করে। মানসিক চাপে ফেলার চেষ্টা করবে।'
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে লম্বা সময় জাতীয় দলের হয়ে খেলেছেন আল আমিন। এই দীর্ঘ সময়ে অনেক নামি দামি ব্যাটসম্যানের বিপক্ষে বল করেছেন তিনি। তবে কোহলির মতো আচরণ করতে কাউকে দেখেননি তিনি।
আল আমিনের ভাষ্য, 'আমি গেইলের সামনে বোলিং করেছি, শেখর ধাওয়ানকে বল করেছি। ওদের যখন আপনি ভালো বল করবেন ওরা ডিফেন্স করবে, কিন্তু কোনো কিছু বলবে না। কিন্তু বিরাট কোহলির ক্ষেত্রে আলাদা। ও আপনাকে উল্টো স্লেজ করবে।'