promotional_ad

অন্য দলের হয়ে খেললে দশ হাজার রান করতেন শেবাগ!

ছবিঃ- আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিজের ক্যারিয়ারে শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণদের মতো কিংবদন্তিদের সঙ্গে খেলেছেন বিরেন্দর শেবাগ। বেশ কয়েকজন কিংবদন্তির সঙ্গে খেলার কারণে তাদের ছায়ায় থাকতে হতো শেবাগকে, যার কারণে টেস্ট ক্যারিয়ারে দশ হাজার রান করতে পারেননি শেবাগ- এমনটা মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।


অন্য কোনও দলের হয়ে খেললে খুব সহজেই দশ হাজার রানের মাইলফলকে পৌঁছে যেতেন শেবাগ- এমনটাও বিশ্বাস রশিদ লতিফের।



promotional_ad

সম্প্রতি লতিফ বলেন, 'শেবাগের রেকর্ডই তাঁর হয়ে কথা বলবে। টেস্টে সে আট হাজারের বেশি রান করেছে। সে অন্যান্য কিংবদন্তিদের ছায়ায় ছিল। শচিন, দ্রাবিড়দের ছায়ায় ছিল।


সে যদি অন্য দলের হয়ে খেলত তাহলে সহজেই দশ হাজারের বেশি রান করতো। আর মাত্র এক-দেড় হাজার রান লাগতো তাঁর।'


অবসরের আগে ১০৪টি টেস্ট ম্যাচে ৪৯.৩৪ গড়ে ২৩টি সেঞ্চুরিসহ আট হাজার ৫৮৬ রান করেন শেবাগ। ২৫১টি ওয়ানডে ম্যাচে তিনি করেন আট হাজার ২৭৩ রান।



লতিফ আরও বলেন, 'সে খুব ডমিনেট করে খেলত। আমাদের মধ্যে যারা ওপেনার, তারা শুরু থেকেই খুব ভয়ে খেলতাম। উইকেট কেমন হবে, বোলিং কে করবে, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, ওয়াসিম আকরাম নাকি শোয়েব আখতার- এগুলো নিয়ে ভাবতাম।


কিন্তু শেবাগ এমনই একজন, যে কাউকে ভয় করতো না। দলের প্রতি দারুণ প্রভাব খাটিয়ে পারফর্ম করতো সে। বিশ্ব ক্রিকেটে তাঁর মতো ক্রিকেটাররা সফল হয়ে থাকে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball