'ভারতের ক্রিকেটে ধোনির কোনো অবদান নেই'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক কে? প্রশ্নটি শুনলে আপনাআপনি বেরিয়ে আসবে মহেন্দ্র সিং ধোনির নাম। ভারতের ক্রিকেটে তাঁর অবদান অসামান্য তা বুঝতে রকেট সায়েন্স জানার দরকার হবে না। কিন্তু এমন যদি শুনেন কেউ যে ভারতের ক্রিকেটে ধোনির কোনো অবদানই নেই। তবে কিছুটা ধাক্কাই খেতে হয় ক্রিকেট প্রেমীদের।
হ্যাঁ। এমনটাই দাবী করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং-এর বাবা যুগরাজ সিং। তাঁর মতে ভারতীয় ক্রিকেট দল এবং তরুণ খেলোয়াড়দের জন্য কোনো কিছুই করেননি ধোনি। সম্প্রতি ‘নিউজ২৪’-এর সঙ্গে এক সাক্ষাতকারে এ সকল কথা জানান যুগরাজ।

যুগরাজ সিং বলেন, ‘আমি তাকে (ধোনি) জিজ্ঞেস করতে চাই, সে তো অনেক বছর ভারতের হয়ে খেলেছে, কোন ক্রিকেটারের জন্য কি করেছে সে? ক্রিকেটাররা হয়তো তার প্রশংসা করতে পারে যে, সে অন্য ক্রিকেটারের জন্য কিছু করেছে। কিন্তু সৌরভ গাঙ্গুলি এই জায়গায় অনেক ওপরে। তিনি নিজের, তার দেশ, সেইসঙ্গে তার দলের কথা ভাবতেন।’
এখানেই থেমে থাকেননি যুগরাজ। ধুয়ে দিয়েছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকেও। তাঁর ভাষ্যমতে যুবরাজের দল থেকে বাদ পরার জন্য কোহলি প্রধান ভূমিকা পালন করেছে। যুবরাজের বাবা বলেন, 'ধোনির মতো কোহলিও আমার ছেলের পিঠে ছুরি বসিয়েছে।'
২০১৯ সালে ২২ গজের খেলা থেকে থেকে অবসরে যান যুবরাজ। কিছুদিন আগে সাবেক এই অলরাউন্ডার দাবী করেছিলেন, ধোনি দলে তার পরিবর্তে সুরেশ রায়নাকে সবসময় খেলাতে চাইতেন। কিন্তু যুবরাজ নিয়মিত পারফর্ম করে যাওয়ায় ইচ্ছে থাকলেও তাকে বাদ দিতেন।