প্রথম ৫-১০ বল খেলার সময় হৃদস্পন্দন বেড়ে যায় ধোনির!

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
সীমিত ওভারের ক্রিকেটে সর্বকালের সেরা ফিনিশার কে? এমন প্রশ্নের উত্তরে কিংবদন্তি অস্ট্রেলিয়ান ফিনিশার মাইকেল বেভানের সঙ্গে সমানভাবে নাম উচ্চারিত হয় মহেন্দ্র সিং ধোনির। অথচ ভারতকে দুই সংস্করণে বিশ্বকাপ জেতানো ধোনিও ব্যাটিংয়ের শুরু ‘চাপে’ থাকেন!
ক্রীড়া অঙ্গনে ক্রীড়া ব্যক্তিত্বদের মানসিক স্বাস্থ্য বৃদ্ধির জন্য একটি কার্যক্রম চালু করেছে ‘এমফোর’ নামের ভারতীয় একটি সংস্থা। করোনাভাইরাসের প্রকোপে ভারতজুড়ে লকডাউন শুরু হওয়ার আগে এই সংস্থাটির সঙ্গে আলোচনা হয় ধোনির।

সম্প্রতি ধোনিকে উদ্ধৃতি করে বিবৃতি দিয়েছে সংস্থাটি, ‘আমি মনে করি, ভারতে মানসিক বিষয়গুলো মানুষ খুব সহজে মেনে নিতে পারে না। এখানে আমরা সাধারণত এটিকে মানসিক অসুস্থতা বলে থাকি।
আমি যখন ব্যাট করতে নামি, প্রথম ৫ থেকে ১০ বল খেলার সময় আমার হৃদস্পন্দনও বেড়ে যায়। আমি খুব চাপ অনুভব করি, আমি কিছুটা ভয়ও পাই৷ সবার ক্ষেত্রেই এমনটি হয়।’
ভারতকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন ধোনি। চাপের মুহূর্তে উইকেটে এসে চার-ছয়ের জোয়ার তুলেছেন অসংখ্যবার। নিজের এই সমস্যা ব্যাটিং কোচদের সঙ্গে আলোচনা করে কাটিয়ে নিয়েছেন তিনি।
সংস্থাটি ধোনির বরাতে আরও বলেছে, ‘এটি একটি ছোট সমস্যা। তবে অনেক সময় আমরা বিষয়টি নিয়ে কোচকে বলতে দ্বিধা করি। সেকারণেই যে কোনো খেলায় খেলোয়াড় ও কোচের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।’