promotional_ad

চুক্তি বাতিল হলো 'দ্য হান্ড্রেড'-এর খেলোয়াড়দের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার প্রভাবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজনে আটটি ফ্র্যাঞ্চাইজি দ্বারা অনুষ্ঠিত 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টটি ইতোমধ্যেই এক বছর পিছিয়ে গিয়েছে। টুর্নামেন্টটি পিছিয়ে যাবার সঙ্গে সঙ্গে ইসিবি আটটি ফ্র্যাঞ্চাইজিতে খসড়া খেলোয়াড়ের চুক্তি বাতিল করে দিয়েছে।


মঙ্গলবার (৫ মে) ইংলিশ ক্রিকেট বোর্ড তাদের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।



promotional_ad

বিবৃতিতে বলা হয়েছে, 'বর্তমান খেলোয়াড়ের চুক্তি সমাপ্তকারী একটি চিঠি জড়িত সকলকে আজ পাঠানো হয়েছে। পরিস্থিতি সম্পর্কে খেলোয়াড়দের আইনীভাবে হালনাগাদ ও অবহিত করার জন্য এই চিঠিটি প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে প্রেরণ করা হয়েছে।'


বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা পিসিএ (প্রফেশনাল ক্রিকেটার অ্যাসোসিয়েশন) এর সাথে পরের বছরের প্রবর্তন সম্পর্কিত খেলোয়াড়দের জন্য বেশ কয়েকটি বিকল্প ব্যবস্থার জন্য নিবিড়ভাবে কাজ করছি।'


যদিও কিছুদিন আগে, টুর্নামেন্টটি বাতিলের সময় দেয়া বিবৃতিতে ইসিবি নিশ্চিত করেছিল যে টুর্নামেন্টে অংশ নেয়া খেলোয়াড়দের দল ও চুক্তিতে কোন পরিবর্তন আসবে না।  যেভাবে এই বছর অনুষ্ঠিত হবার কথা ছিল ঠিক সেভাবেই আগামী বছর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।



মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ক্রীড়া কার্যক্রম স্থগিতের ফলে বেশ কয়েকটি ক্লাব এবং বোর্ড আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ফুটবল ক্লাব এবং অন্যান্য দলগুলি একই কারণে কর্মীদের ছাটাই করে চলেছে। সেই সঙ্গে কিছু অ্যাথলেট আর্থিক সংকট মোকাবেলায় পারিশ্রমিক কমানোর চেষ্টা করছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball