promotional_ad

ওয়ানডেতেও নিজেকে চেনাতে চান ল্যাবুশেন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


টেস্টে অস্ট্রেলিয়ার অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন মার্নাস ল্যাবুশেন। ওয়ানডেতেও নিজের ক্যারিয়ারের দারুণ সূচনা করেছেন তিনি।। এই ফরম্যাটেও অস্ট্রেলিয়ার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে চান তিনি।


ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাতকারে সম্প্রতি একথা জানিয়েছেন ল্যাবুশেন। ভালো শুরু করলেও এখনও উন্নতির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। 



promotional_ad

এ প্রসঙ্গে ল্যাবুশেন বলেছেন, ‘উন্নতির জায়গা আছে আরও, এটা নিশ্চিত। ব্যক্তিগতভাবে ওয়ানডেতে উন্নতি করতে চাই। ইনিংসের শেষ দিকটায় আরও অবদান রাখতে চাই, বাউন্ডারির সুযোগ বাড়াতে চাই।’


টেস্ট ক্যারিয়ারের প্রথম আট ইনিংসে ২৬.২৫ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছিল মোটে ২১০ রান। পরের ১৫ ইনিংসে ৮৩. ২৭ গড়ে তিনি করেন ১২৪৯ রান। তাই তাঁর ১৪ টেস্টের ক্যারিয়ার আলোকিত হয়ে গেছে।


২৩ ইনিংসে তাঁর নামের পাশে ৬৩.৪৩ গড়ে ১ হাজার ৪৫৯ রান। এর মধ্যে আছে একটি ডাবল সেঞ্চুরিও। ৭ ওয়ানডে খেলে ৩০৫ রান করেছেন ল্যাবুশেন। ৬ ইনিংসে ব্যাট করেই পেয়েছেন ১ সেঞ্চুরি আর ২ ফিফটি।



শুধু ব্যাটিংই নয় লেগ স্পিনটাও ভালো করেন তিনি। সুযোগ পেলে ওয়ানডেতেও নিজের বোলিং সত্ত্বার বিকাশ ঘটাতে চান তিনি। করোনায় ঘরবন্দি হয়ে এই পরিকল্পনাই করছেন তিনি।


ল্যাবুশেন বলেন,  ‘আরও কিছু ব্যাপার আছে। যেমন আমার বোলিং। এটা যদি আমি আরও উন্নতি করতে পারি, সীমিত ওভারের ক্রিকেটে আরও কিছু ওভার বল করতে পারি। তাহলে এটা আমাকে সাহায্য করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball