promotional_ad

তোমাদের মতো ভাগ্যবান না আমরা, ব্রেট লিকে রোহিত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার কারণে ক্রিকেটে চলছে অনির্দিষ্টকালের জন্য বিরতি। বিশ্বের সব ক্রিকেটারকেই এখন ঘরে বসে সময় কাটাতে হচ্ছে। এই বন্দি জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। 


এই সময়টায় ইনডোরে অনুশীলন করতে পারলেও কিছুটা শান্তি পেতেন এই মারকুটে ওপেনার। সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লির সঙ্গে লাইভ আড্ডায় যোগ দিয়ে একথা বলেছেন রোহিত। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মতো মস্তবড় বাড়ি নেই বলেও আক্ষেপ করেছেন ভারতের এই ওপেনার।



promotional_ad

এ প্রসঙ্গে রোহিত বলেন, ‘যদি ইনডোর ক্রিকেটটা খেলতে পারতাম তাও হতো। কিন্তু মুম্বাইয়ে আমাদের সে অবস্থাও নেই। সবাইকে নিজ নিজ অ্যাপার্টমেন্টেই আটকে থাকতে হচ্ছে। আমাদে্র বাড়ির পেছনে ফাঁকা জমি নেই যে সেখানে ক্রিকেট খেলব। তোমাদের মতো ভাগ্যবান না আমরা।’


এর ব্যাখ্যায় রোহিত বলেছেন, মুম্বাইয়ে জায়গাসহ বাড়ি কিনতে অনেক অর্থের প্রয়োজন হয়। তিনি যেখানে বাস করেন সেখানে একটি বারান্দা আছে শুধু। এই সীমাবদ্ধতার মধ্যেও নিজের ফিটনেস নিয়ে কাজ চালাচ্ছেন তিনি।


রোহিত বলেছেন, ‘মুম্বাইয়ে ফাঁকা জায়গাসহ বাড়ি কিনতে বিশাল অর্থ লাগে। আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি, ভাগ্য ভাল সেখানে একটা বারান্দা আছে। ট্রেনারের দেওয়া পরামর্শ মেনে কিছুটা ফিটনেসের কাজ করি। জিমগুলো খুলার অপেক্ষায় আছি। তাহলে সেখানে যেতে পারব।’



বলকে সীমানার বাইরে আছড়ে ফেলতে রোহিতের জুড়ি নেই। ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক তিনি। করোনা পরিস্থিতি কাটিয়ে দ্রুতই মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী ভারতের এই ওপেনার।


তিনি বলেছেন, ‘কত দিন দিন যে ব্যাট দিয়ে বল মারিনি! আমি বড় শট খেলতে ভালোবাসি, কিন্তু সেরকম মারার জায়গা কই। কবে যে আবার মাঠে যাব, ব্যাট দিয়ে বল পেটাব...আর তর সইছে না।’
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball