‘ওনার মাথায় সবকিছু থাকে’

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রতি অগাধ শ্রদ্ধা দেশটির তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তের। ফিনিশার ধোনির সামর্থ্য অবশ্য ক্রিকেট পাড়ায় সবারই জানা।
ভারতকে অনেক হারা ম্যাচও জিতিয়ে দিয়েছেন ধোনি। ভারতের জার্সিতে তাঁর সঙ্গে একই ম্যাচে খেলার সৌভাগ্য পান্তের বেশি একটা হয়নি। ম্যাচ কম খেললেও ধোনির ক্রিকেট দর্শন সম্পর্কে ভালোই ধারণা রাখেন পান্ত।

সম্প্রতি বলেছেন, ‘তিনি একজন অসাধারণ ব্যাটিং পার্টনার, যদিও আমি তাঁর সঙ্গে খুব বেশি ইনিংস খেলিনি। মাহি ভাই যখন উইকেটে থাকে, তখন আপনার জন্য সব কিছুই সুনির্দিষ্ট থাকে।
ওনার মাথায় সবকিছু থাকে। আপনাকে শুধু ওনার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া লাগবে।’
এমনকি মাঠের বাইরেও পান্তের পরামর্শক ধোনি। তরুণ এই উইকেটরক্ষকের বাক্তিগত জীবনেও প্রভাব ফেলেছেন ধোনি।
পান্ত আরও বলেন, ‘উনি আমার পরামর্শক। সেটা মাঠে এবং মাঠের বাইরে। আমি যে ধরনের সমস্যায় পড়ি সেটা ওনার সঙ্গে বলি। তিনি কখনোই আমাকে পুরো সমাধান দেন না।
এ কারণে আমি কখনোই তাঁর প্রতি পুরোপুরি নির্ভরশীল ছিলাম না। উনি আমাকে এসব সমাধানের ব্যাপারে কিছু নির্দেশনা দেন।’