সরে দাঁড়ালেন ইসিবি চেয়ারম্যান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ পিছিয়ে যাওয়ার পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রেভস। শুক্রবার (১ মার্চ) তিনি এই ঘোষণা দেন।
তাঁর উত্তরসূরি হিসেবে ইয়ান হোয়াটমোরের নাম ঘোষণা করেছে ইসিবি চলতি মাসের শেষেই ইসিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

কলিন গ্রেভসের লক্ষ্য আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়া। সে কারণেই এবার ইসিবির দায়িত্ব ছাড়ছেন এই ক্রিকেট সংগঠক। জুনেই নতুন চেয়ারম্যান নির্বাচিত করবে আইসিসি।
২০১৫ সালে ইসিবি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন গ্রেভস। ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের মূল পরিকল্পনা ছিল তারই। এই টুর্নামেন্টের করগা ভেবেই নভেম্বর পর্যন্ত ইসিবি সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব পালনের কথা ছিল।
এই টুর্নামেন্টের কথা চিন্তা করেই তাঁর দায়িত্বের মেয়ার বাড়ানো হয়েছিল। টুর্নামেন্টটি পিছিয়ে যাওয়ায় আগে ভাগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন গ্রেভস।
বিদায়ী এই ইসিবি সভাপতি বলেছেন, ‘যেহেতু দ্য হান্ড্রেড এক বছর পিছিয়ে গেছে। তাই আমার গত বছরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটা আবার পুনর্বিবেচনা করেছি। বোর্ডকে তাই অনুরোধ করেছি, যতদ্রুত সম্ভব বিদায় যেন নিতে পারি। সেটা ৩১ আগস্টের মধ্যেই।’