আইসিসির আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাস্থ্য ঝুঁকি থাকায় বল চকচকে রাখতে লালার ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি এই আইন বাস্তবায়নের আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলে লালার ব্যবহার নিষিদ্ধ করছে।
তারা জানিয়েছে পেসাররা আর কখনও বলের উজ্জ্বলতা বাড়াতে লালার ব্যবহার করতে পারবে না। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে এ নির্দেশ জারি করা হয়েছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের স্বাস্থ্য নির্দেশিকা মেনেই এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে তারা। কদিনের মধ্যেই এর একটি কার্যবিধি জারি করা হবে বলে নিশ্চিত করেছে তারা।
করোনা পরবর্তী সময়ে ক্রিকেটের জন্য তিনটি ধাপের নির্দেশিকা দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ধাপগুলো হলো লেভেল ‘এ’, লেভেল ‘বি’, লেভেল ‘সি’। লালা নিষিদ্ধের ব্যাপারটি লেভেল 'এ' এর অন্তর্গত।
বিশ্ব ক্রিকেটে বলের একপাশ চকচকে রাখতে লালার ব্যবহার অতিপ্রাচীন। করোনাভাইরাসের সংক্রমণের কারণে সেটাই এখন স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। লালার ব্যবহার নিষিদ্ধ হলেও বলে কৃত্রিম উপাদান বা উপকরণ ব্যবহার বৈধ করে দেওয়ার কথা ভাবছে আইসিসি।
যা এতোদিন আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধই ছিল। ইএপিএন ক্রিকইনফো জানিয়েছে, অস্ট্রেলিয়ার ইনস্টিটিউট অব স্পোর্টস (এআইএস) বিশেষজ্ঞ চিকিৎসক, স্পোর্টস বডি এবং ফেডারেল ও স্টেট সরকারের প্রতিনিধিদের মতামত নিয়েছে। সেই মোতাবেক কার্যবিধি তৈরি করা হচ্ছে।