চাহালকে ব্লক করার হুমকি গেইলের!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে লকডাউনে রয়েছেন বিশ্বের সকল ক্রিকেটাররা। অখন্ড এই অবসরে কেউ বাসায় জিম করে আবার কেউ গেম খেলে সময় কাটাচ্ছেন। তবে ভারতের তারকা লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল দিনের অনেকটা সময় পার করছেন টিকটকে ভিডিও বানানোর মাধ্যমে।
অবশ্য ভিডিও বানিয়েই ক্ষান্ত হচ্ছেন না চাহাল। সেগুলো ভক্ত এবং সতীর্থদের সঙ্গে শেয়ারও করছেন। চাহালের এই কর্মকান্ডে যারপরনাই বিরক্ত ভারত এবং বাইরের দেশের ক্রিকেটাররা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি এরই মধ্যে চাহালকে ধুয়ে দিয়েছেন। তাঁর আচরণ আন্তর্জাতিক ক্রিকেটার সুলভ নয় বলেও মন্তব্য করেন কোহলি।

এবার চাহালের সমালোচনায় লিপ্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলও। ভারতীয় এই স্পিনারের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা উচিত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন গেইল। দিন দিন চাহালের আচরণ বিরক্তিকর হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে চাহালের সঙ্গে এক লাইভ সেশনে গেইল বলেন, ‘আমি টিকটকের কাছে অনুরোধ করব, তারা যেন তোমাকে ব্লক করে দেয়। সত্যি বলছি, সোশ্যাল মিডিয়াতে তুমি খুব বিরক্তিকর।'
এখানেই ক্ষান্ত দেননি গেইল। চাহালকে ব্লক করারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তিনি। সরাসরি বলেছেন, 'তোমার উচিৎ সোশ্যাল মিডিয়া থেকে চলে যাওয়া। আমরা চাহালের ওপর বিরক্ত। আমি জীবনে আর তোমাকে দেখতে চাই না। আমি তোমাকে ব্লকই করে দেবো।’