করোনায় বড় ক্ষতির মুখে ভেটরি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে সকল ধরণের খেলা বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য। এমতাবস্থায় বিপাকেই পড়তে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটরিকে। কারণ এই সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে কোনো পারিশ্রমিক পাচ্ছেন না তিনি।
গত বছরের নভেম্বরে ১০০ দিনের চুক্তিতে বাংলাদেশে আসেন নিউজিল্যান্ডের সাবেক তারকা স্পিনার ভেটরি। চুক্তি অনুযায়ী কার্যদিবস হিসেবে পারিশ্রমিক পাওয়ার কথা তাঁর। কিন্তু বর্তমানে খেলা বন্ধ থাকায় কোনো বেতন পাওয়ার সুযোগ নেই এই কিউইর। ফলে অনেকটা অলস বসে থাকতে হচ্ছে তাঁকে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ভেটরির পারিশ্রমিকের ব্যাপারে একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আসলে ভেট্টোরির সাথে আমাদের চুক্তি হচ্ছে কাজের। এ কিউই স্পিন কোচের বছরে আমাদের জাতীয় দলের সাথে ১০০দিন কাজ করার কথা বলা আছে চুক্তিতে। এজন্য তাকে কার্যদিবস প্রতি মোটা অংকের পারিশ্রমিক দেয়া হয়।'
কার্যদিবসের ভিত্তিতে ভেটরিকে বেতন দেয়া হলেও বাকি কোচিং স্টাফদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় বলে নিশ্চিত করেছেন জালাল ইউনুস। তাঁর ভাষ্যমতে, 'এখন তিনি (ভেটরি) যতদিন কাজ করবেন, ততদিনের বেতনই পাবেন। তবে জাতীয় দলের বাকি সব ভিনদেশী কোচিং স্টাফের জন্য কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয়। তাদের সাথে চুক্তি হয়েছে মাসিক হিসেবে। তারা মাসে মাসে বেতন পাবেন।’
বিসিবির সঙ্গে চুক্তি মোতাবেক ভারত সফর, এশিয়া কাপ, নিউজিল্যান্ড সফর এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করার কথা ভেটরির। এই সময়ের মধ্যে প্রতিটি কার্যদিবসে কিউই সাবেক অধিনায়ক পাবেন আড়াই হাজার ডলার করে। সেক্ষেত্রে ১০০ দিন কাজ করলে তাঁর আড়াই লাখ ডলার পাবেন তিনি। বাংলাদেশি টাকায় যার মূল্য ২ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।