লর্ডসে রিভার্স সুইং রপ্ত করেছেন মরগান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রিভার্স সুইংয়ে পারদর্শী ব্যাটসম্যান ক্রিকেট বিশ্বে খুব বেশি নেই। ইতিপূর্বে অনেক ব্যাটসম্যান এই শট খেলার চেষ্টা করলেও আয়ত্ত করতে পারেননি পুরোপুরি। তবে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন।
আইরিশ বংশোদ্ভূত মরগান এরই মধ্যে রিভার্স সুইংয়ে হাত পাকিয়ে ফেলেছেন অনেকটা। বেশ কয়েকটি ম্যাচে চোখ ধাঁধানো রিভার্স সুইং করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি দর্শকদের। অন্যান্য ব্যাটসম্যানদের চেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই শট রপ্ত করার রহস্য সম্প্রতি খোলাসা করেছেন ইংলিশ দলপতি।

মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডে পা রাখেন মরগান। এরপর মিডলসেক্সের হয়ে খেলার সুযোগ পান তিনি। সেবারই প্রথম ক্রিকেটের তীর্থ ভূমি খ্যাত লর্ডসে রিভার্স সুইং খেলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। এরপর থেকে নিয়মিত এই শট খেলে আসছেন তিনি।
মরগান বলেন, 'আমি ১৬ বছর বয়সে প্রথম লন্ডনে আসি এবং মিডলসেক্সের সঙ্গে চুক্তি করি। তখন থেকে আমি রিভার্স সুইং খেলা শুরু করি। যখন আমি আমি ১৭-১৮ বছর বয়সে আমার প্রথম দলে সুযোগ পাই তখন লর্ডসের লম্বা বাউন্ডারি পার (সীমানা ছাড়া) করা আমার জন্য বেশ কঠিন ছিল। তাই তখন আমি অনেক বেশি সুইপ শট খেলা শুরু করি অন্যান্যদের চেয়ে। কারণ অন্যরা তাদের নিজেদের মাটিতে আরো কার্যকরী ছিল।'
রিভার্স সুইং নিজের প্রিয় শট হলেও সাম্প্রতিক সময়ে এই শট কিছুটা কমই খেলেন মরগান। এর কারণটাও জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্যমতে, 'রিভার্স সুইং আমার অন্যতম প্রিয় শট কারণ এটি দীর্ঘ দিন ধরে কার্যকর হিসেবে বিবেচিত হয়ে আসছে। আমি এখন এটি হয়তো কম খেলি কারণ পরিস্থিতি পাল্টেছে এবং মানুষ এখন এর জন্য আলাদা করে ফিল্ডিং সেট করে।'
ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৩৬টি ওয়ানডে এবং ১৬টি টেস্ট খেলেছেন ৩৩ বছর বয়সী মরগান। যেখানে ৩৯.৪০ গড়ে ওয়ানডেতে তাঁর সংগ্রহ ৭ হাজার ৩৬৮ রান। রয়েছে ১৩টি সেঞ্চুরি এবং ৪৬টি হাফসেঞ্চুরি।
এছাড়া টেস্টে ৩০.৪৩ গড়ে ৭০০ রান করেছেন তিনি। টেস্টে ২টি সেঞ্চুরি এবং ৩টি হাফসেঞ্চুরির মালিক মরগান। অপরদিকে ৮৯ টি-টোয়েন্টিতে ৩০.৯৮ গড়ে ২ হাজার ১৩৮ রান রয়েছে তাঁর। রয়েছে ১৩টি হাফসেঞ্চুরি।