আইপিএলের কারণে নয়, কলঙ্ক ঘুচাতে চেয়েছিল অস্ট্রেলিয়া!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোটা অঙ্কের চুক্তি পেতে ভারতকে স্লেজিং করে না অস্ট্রেলিয়া। কদিন আগে এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।
যদিও অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন মনে করেন, তাদের নিরব হয়ে যাওয়ার অন্য কারণ আছে। ২০১৭ সালের মার্চ মাসে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে যে বল বিকৃতির অভিযোগ অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি কমে গিয়েছিল।

এ কারণেই স্লেজিং এবং আগ্রাসী আচরণ থেকে বিরত রয়েছে অস্ট্রেলিয়া। বল বিকৃতির ঘটনার পর ভাবমূর্তি পুনরুদ্ধার করতে অস্ট্রেলিয়া দলের শান্ত হয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন পেইন।
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বলেন, ‘আমি মনে করি ২০১৮ সালে ভারত সিরিজের ছয় মাস আগে ঘটে যাওয়া বল বিকৃতি ঘটনার পর সারা দুনিয়ার সবাই চাচ্ছিল অস্ট্রেলীয় ক্রিকেট দল তাদের খেলায় আগ্রাসনটা একটু কম দেখাক। এটাই বড় ব্যাপার ছিল।’
আইপিএলের কারণে কোনো ক্রিকেটার ব্যক্তিগতভাবে ভারতকে সমীহ করতে পারে এমন বিষয় উড়িয়ে দিচ্ছেন না পেইন। তবে তিনি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া সবার মন জয় করার জন্যই নিজেদের বদলে ফেলেছিল।
পেইন বলেছেন, ‘বড় ব্যাপার ছিল ইমেজ ফেরানোই, এটা সত্যি। তবে কোনো কোনো ক্রিকেটারের ক্ষেত্রে এটা সত্য নাও হতে পারে। আমি ঠিক জানি না। তবে ক্রিকেট মাঠে বন্ধু হারানো বা কারও মন জয় করার ব্যাপারটি ছিল বল বিকৃতির পর অস্ট্রেলীয় ক্রিকেটের ইমেজ ফেরানোর চেষ্টার চেয়ে অনেক গৌণ একটা বিষয়।’