ভারতে 'আদর্শ' ক্রিকেটার কম, মন্তব্য যুবরাজের

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বিরাট কোহলি ও রোহিত শর্মা ছাড়া বর্তমান ভারতীয় দলে অনুসরণ করার মতো তেমন কোনও ক্রিকেটার নেই বলে মন্তব্য করেছেন যুবরাজ সিং।
ভারতকে দুই ফরম্যাটে দুটি বিশ্বকাপ জেতানো এই অলরাউন্ডার সম্প্রতি রোহিতের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় মেতে ওঠেন। সেখানেই কথা প্রসঙ্গে এ কথা জানান যুবরাজ।

যুবরাজ বলেন, 'আমাদের সময়ে বেশ কয়েকজন শৃঙ্খল সিনিয়র ক্রিকেটার ছিলেন। তখন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। মন অন্যদিকে যাওয়ার সুযোগ ছিল কম। আমরা আমাদের সিনিয়র থেকে অনেক কিছু শিখেছি।
এই সময়ে সিনিয়র ক্রিকেটার মাত্র দুজন। কোহলি এবং রোহিত- যারা তিন ফরম্যাটেই খেলে থাকে। এখানে ওভাবে অনুসরণ করার মতো কেউ নেই।'
কয়েকমাস আগে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলা যুবরাজ মনে করেন, ভারতের জাতীয় দলে লম্বা সময়ের জন্য ক্যারিয়ার গড়তে হলে পরিশ্রমের মাধ্যমে ছাড়িয়ে যেতে হবে বাকিদের।
তিনি আরও বলেন, 'কারো যদি পরবর্তী দশ বছর খেলা লাগে, তাহলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। ভারতের জাতীয় দলে হয়ে খেলার উপর সবাই চাইবে নিজেদের সুনাম ধরে রাখতে।'