সাবেক কিউই ক্রিকেটারের মৃত্যু

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইহকালের মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেট জক এডওয়ার্ডস। একটি বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টস দল।
তারা লিখেছে, 'সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের দলের হয়ে জক ৬৭টি প্রথম শ্রেণীর ম্যাচ ও ৩১টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। জকের পরিবারের প্রতি সমবেদনা রইল।'

১৯৫৫ সালের ২৭ মে নেলসনে জন্মগ্রহণ করেন এডওয়ার্ডস। ১৯৭৬ থেকে ১৯৮১ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেন তিনি।
ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে নিউজিল্যান্ড সেন্ট্রাল ডিস্ট্রিক্টস দলে খেলতেন মারকুটে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটেই তুলনামূলক সফল ছিলেন তিনি। নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে আটটি টেস্ট ও ছয়টি ওয়ানডেও খেলেন এডওয়ার্ডস।
১৯৭৭ তারিখে ক্রাইস্টচার্চে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। সর্বশেষ টেস্ট খেলেন ভারতের বিপক্ষে, ১৯৮১ সালে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৪ বছর।