ক্রীড়া প্রেমিদের বঞ্চিত করতে চান না ল্যাঙ্গার

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রকোপের কারণে থেমে গেছে ক্রিকেটাঙ্গন। যদিও ভক্ত-সমর্থকদের ক্রিকেট থেকে বঞ্চিত করতে চান না জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার কোচের মতে, ফাঁকা গ্যালারিতে হলেও খেলা অনুষ্ঠিত হওয়া উচিত।
এরপর রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে সেখান থেকে বিনোদন নিতে পারেন কোয়ারেন্টিনে থাকা দর্শকরা, এমনটাই চাওয়া ল্যাঙ্গারের।

সম্প্রতি তিনি বলেছেন, 'ক্রিকেট যখন খেলতে শুরু করি আমরা, তখন সবারই বয়স কম থাকে। তখন খেলা দেখার জন্য কোনও জনতা থাকে না। ক্রিকেটকে ভালবাসা থেকেই খেলি সবাই। সতীর্থদের সঙ্গে খেলতেও ভাল লাগে। আর খেলার মজা তো থাকেই।
এক্ষেত্রে গ্যালারি ফাঁকা থাকলেও টিভি সেট ও রেডিওর মাধ্যমে বিনোদন দেওয়া সম্ভব ক্রিকেটপ্রেমীদের। ফলে, তারও আলাদা মূল্য রয়েছে। হ্যাঁ, এটা আলাদা রকমের ঠিকই। তবে সৌভাগ্যবান বলেই আমরা খেলতে পারছি, এটা ভুললে চলবে না।'
এই সময়টা হোম কোয়ারেন্টিনে কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এ সময় তাদের মানসিক স্বাস্থ্য যেন সবল থাকে, সেদিকে নজর রাখবেন বলে জানিয়েছেন সাবেক এই টেস্ট ওপেনার।