ক্রিকেটের ব্রাজিল পাকিস্তান!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ শিরোপা জিতেছে দলটি। গেল ৪ বিশ্বকাপে আশানুরূপ ফল না পেলেও জাদুকরী ফুটবলে মন কেড়েছে সকলের।
ব্রাজিলিয়ানদের জন্ম থেকে পাওয়া এসব প্রতিভার উদাহরণ দিতে গিয়ে পাকিস্তান এবং ব্রাজিলকে এক কাতারে ফেলেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। নিজ দেশকে ক্রিকেটের ব্রাজিল হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্সের সঙ্গে আলাপকালে এমনটা জানান ওয়াসিম। জোন্স পাকিস্তানকে প্রতিভার ফ্যাক্টরি বলে সম্বোধন করার পরই এই মন্তব্য করেন সাবেক এই পেসার।
ডিন বলেন, 'পাকিস্তান তো প্রতিভার ফ্যাক্টরি। অস্ট্রেলিয়াতে আমরা সবসময় বলি যে, পাকিস্তানে অনেক প্রতিভা রয়েছে। শুধু এটাই দেখার বিষয় তোমরা এগুলোকে কীভাবে কাজে লাগাও।’ এ কথা শুনে ওয়াসিম বলেন, ‘জন্মগত প্রতিভা...ঠিক যেন ক্রিকেটের ব্রাজিল।’
পাকিস্তান ক্রিকেটের প্রসংশা করে ডিন আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভিন্ন একটা স্বাদ এনে দেয় পাকিস্তান। ভিন্ন ভিন্ন স্বভাবের ফাস্ট বোলার যেমন তুমি (ওয়াসিম), ওয়াকার ইউনিস, শোয়েব আখতার এবং অবশ্যই আব্দুল কাদির, মুশতাক আহমেদ- এরাও সবাই গ্রেট বোলার। এখনও অনেক বোলার আসছে।’
১৯৯২ সালে সর্বপ্রথম এবং শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ইমরান খানের নেতৃত্ব ফাইনালে ইংল্যান্ডকে পাত্তাই দেয়নি দলটি।। ওয়াসিমের সঙ্গে ৯২ বিশ্বকাপের স্মৃতিতেও ফিরে যান ডিন।
ডিন বলেন, ‘ক্রিকেট যেন ডিএনএতে গাঁথা। এটা হয়তো অনেক আগের কথা। তবে আশির দশকের শেষদিকে ইমরান দায়িত্ব নিলো এবং মেলবোর্নের লাখো দর্শকের সামনে তোমরা ইংল্যান্ডকে কাবু করে ছাড়লে। সত্যিই অসাধারণ ছিল।’