promotional_ad

ভিলিয়ার্সকে ফেরানোর দাবি ম্যাকমিলানের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৮ সালে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কিন্তু এরপর থেকে তাঁকে ফেরানোর দাবি তুলে আসছেন দেশটির অনেক সাবেক ক্রিকেটাররা। 


এবার এই তালিকায় নাম লিখিয়েছেন অলরাউন্ডার ব্রায়ান ম্যাকমিলান। সাবেক এই প্রোটিয়া ক্রিকেটারের মতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ফরম্যাটে ফেরা উচিত বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে সুখ্যাতি পাওয়া ডি ভিলিয়ার্সের। দেশের হয়ে ভিলিয়ার্সের খেলা দেখতেও মুখিয়ে আছেন ম্যাকমিলান।  



promotional_ad

৫৬ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, 'আমি পুরোপুরি চাই যেন এবি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফেরে। ডি ভিলিয়ার্সকে আবারো মাঠে ফিরতে দেখাটা দারুণ কিছু হবে। আমি বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তাঁকে ফিরিয়ে আনা উচিত।  


ডি ভিলিয়ার্সের পারফরম্যান্স এবং খেলার পাঁড় ভক্ত ম্যাকমিলান। তাঁর মতে দক্ষিণ আফ্রিকাড় ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় ডি ভিলিয়ার্স। তাঁর জয়ের মানসিকতারও ভূয়সী প্রশংসা করেন তিনি। 


ম্যাকমিলানের ভাষ্যমতে, 'আমি মনে করি ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা খেলোয়াড়। আমি তাঁর ব্যবহার, পারফরম্যান্স এবং জেতার চেষ্টাকে সবচাইতে পছন্দ করি। ডি ভিলিয়ার্স সম্পর্কে প্রত্যেকটি বিষয় দারুণ আকর্ষণীয়।'



দক্ষিণ আফ্রিকার পক্ষে ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ানডে এবং ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন ডি ভিলিয়ার্স। যেখানে টেস্টে ৫০.৬৬ গড়ে ৮ হাজার ৭৬৫ রান সংগ্রহ করেন তিনি। অপরদিকে ওয়ানডেতে ৫৩.৫০ গড়ে ৯ হাজার ৫৭৭ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। এছাড়া টি-টোয়েন্টিতে ২৬.১২ গড়ে এক হাজার ৬৭২ রান রয়েছে তাঁর।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball