ইব্রাহিমোভিচের সঙ্গে নিজের সাদৃশ্য পাচ্ছেন বুমরাহ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
একজন ক্রিকেট বিশ্বের তারকা পেসার, আরেকজন দাপিয়ে বেড়ান ফুটবল মাঠ। বলা হচ্ছে ভারতের জাসপ্রিত বুমরাহ এবং সুইডেনের ফুটবল তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের কথা। এখন প্রশ্ন হলো এসি মিলান স্ট্রাইকারের সঙ্গে বুমরাহর সম্পর্ক কি?
মূলত ইব্রাহিমোভিচের প্রসঙ্গ টেনেছেন ডানহাতি পেসার বুমরাহ। সুইডিশ ফুটবলারের সঙ্গে নিজের যথার্থ মিল খুঁজে পাচ্ছেন তিনি। তাঁর মতে ইব্রাহিমোভিচের মতো অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করায় আজকের অবস্থানে আসা সম্ভব হয়েছে তাঁর।

নিজের ক্যারিয়ারের শুরু থেকে তেমন জনপ্রিয়তা পাননি ইব্রাহিমোভিচ। সেসময় বড় বড় ক্লাবগুলোতেও তাঁর চাহিদা ছিল না। কিন্তু কালের আবর্তনে ধীরে ধীরে সেই ইব্রাহিমোভিচই হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।
দরিদ্র পরিবার থেকে উঠে আসা ইব্রাহিমোভিচ অধ্যবসায় এবং পরিশ্রম দিয়ে উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়। একই রকম পরিস্থিতি ছিল বুমরাহরও। ভিন্নধর্মী বোলিং অ্যাকশনের কারণে শুরু থেকেই তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে। তাঁর ক্যারিয়ারের ব্যপ্তি নিয়েও প্রশ্ন উঠেছে একাধিকবার।
ইব্রাহিমোভিচের মতো দরিদ্র পরিবার থেকে আসা বুমরাহ সকল সমালোচনার জবাব দিয়েছেন মাঠে। সবাইকে ভুল প্রমাণ করে হয়ে উথেছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের ত্রাস। সুইডিশ তারকার সঙ্গে নিজের তাই দারুণ সাদৃশ্য পাচ্ছেন বুমরাহ।
তিনি বলেন, 'আমি ইব্রাকে (ইব্রাহিমোভিচ) ভালোবাসি। আমি তার গল্পের সঙ্গে মিলাতে পারি, তাকে মানুষ গুরুত্ব দিত না এবং পরে সে তারকা হয়েছে। আমি মিলাতে পারি যে, প্রথমে মানুষ আমাকেও হালকাভাবে নিয়েছে এবং পরে আমি তাদেরকে ভুল প্রমাণ করেছি। এখনও আমি সেই চেষ্টাই করছি।'
এখন পর্যন্ত ভারতের হয়ে ১৪ টেস্ট খেলেছেন বুমরাহ। যেখানে ৬৮ উইকেট নিয়ে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে সাত নম্বরে রয়েছেন তিনি। এছাড়া ৬৪ ওয়ানডেতে ১০৪ উইকেট নিয়ে ওয়ানডের দুই নম্বর বোলার এই ডানহাতি।