আরও দুই বছর বিস্ফোরক ক্রিকেট খেলবেন ধোনিঃ হগ

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আগে থেকেই গুঞ্জন ছিল, এবারের বিশ্বকাপ শেষে অবসরে যেতে পারেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অবসরে যাননি ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ধোনি আরও দুই বছর বিস্ফোরক ক্রিকেট খেলতে পারবেন বলে বিশ্বাস ব্র্যাড হগের।
সাবেক অস্ট্রেলিয়ান এই স্পিনার টুইটারে লিখেছেন, 'আমার মনে হয় না সে (ধোনি) অবসরের ঘোষণা দিবে। সে এসব ব্যাপারে একেবারেই নিশ্চুপ। তাঁর ক্যারিয়ারটা দারুণ!

সবার এটা উপভোগ করা উচিত। আমি মনে করি সে আরও দুই বছর বিস্ফোরক ক্রিকেট খেলার ক্ষমতা রাখে।'
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পরপর আলোচনায় আসে ধোনির পারফরম্যান্স। ধীর গতিতে ব্যাটিংয়ের কারণে সমালোচিত হন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।
এ ছাড়া উইকেটরক্ষক ঋষভ পান্ত, লোকেশ রাহুল বা দিনেশ কার্তিকদের তখনকার ভালো ফর্মের কারণেও সীমিত ওভারের ম্যাচগুলোর একাদশে ধোনির জায়গা নড়বড়ে ছিল।
বিশ্বকাপে অবশ্য খারাপ করেননি ধোনি। আট ইনিংসে ৪৫.৫০ গড়ে করেছেন ২৭৩ রান। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজের নাম তুলে নেন ধোনি। এরপর অবশ্য জাতীয় দলের পোশাকে আর দেখা যায়নি তাঁকে।