promotional_ad

বিসিবির দেখানো পথে পিসিবি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় দলের ক্রিকেটারদের এক মৌসুমে দুটির বেশি বিদেশি লিগে খেলার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ক্রিকেটারদের ধকল কমাতেই এই সিদ্ধান্ত নেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।  


এবার অনেকটা বিসিবির দেখানো পথেই হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বছরে বা মৌসুমে তিনটির বেশি বিদেশি লিগে খেলার অনুমতি পাবেন না বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা।



promotional_ad

সেক্ষেত্রে পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) সর্বোচ্চ চারটি লিগে অংশ নেয়ার সুযোগ পাবেন কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়রা। তবে এই লিগগুলো হতে হবে আইসিসির স্বীকৃতি প্রাপ্ত। পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, 'আমরা খেলোয়াড়দের চাপ কমাতে গুরুত্ব দিয়েছি। একই সঙ্গে এটা গুরুত্বপূর্ণ যে ক্রিকেটাররা যেন বাড়তি আয় করতে পারে এবং নিজেদের স্কিল বাড়াতে পারে বিশ্বের নানা প্রান্তে খেলার মাধ্যমে। আমি আশাবাদী এই সিদ্ধান্ত ফলপ্রসূ হবে এবং সবাই এই পদ্ধতি বুঝতে পারবে।' 


ক্রিকেটারদের বিদেশি লিগে অংশগ্রহণ কমাতে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছে পিসিবি। অবশেষে তাদের এই পরিকল্পনা আলোর মুখ দেখতে যাচ্ছে। 



এক মৌসুমে কয়েকটি লিগে খেলার পর জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ধকল সামলানো ক্রিকেটারদের জন্য কষ্টকর হয়ে পড়ে। একই সঙ্গে ফিটনেস ঠিক রাখতেও জটিলতায় পড়তে হয় তাদের। এ সমস্ত কিছু বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball