উইলিয়ামসনের কোয়ারেন্টিনের দিনগুলো
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলায় একটি প্রবাদ প্রচলিত রয়েছে যে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। প্রবাদটির জ্বলন্ত নজির স্থাপন করলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। করোনার প্রভাবে সকল প্রকার ক্রিকেট বন্ধ থাকার পরও থেমে থাকেনি তাঁর ক্রিকেট খেলা। বাড়ির ভেতরেই নিয়মিত খেলছেন এই তারকা ক্রিকেটার।
করোনার প্রকোপে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। এক প্রকারে গৃহবন্দী থাকার পরও ক্রিকেট ঠিকই চালিয়ে যাচ্ছেন এই কিউই ব্যাটসম্যান। সঙ্গি হিসেবে নিয়েছেন তাঁর পোষা কুকুর স্যান্ডিকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি তিনি একটি ভিডিও ছেড়েছেন। সেখানে দেখা গিয়েছে স্যান্ডিকে স্লিপে ক্যাচ শিখাচ্ছেন এই ব্যাটসম্যান। কেউ একজন বল করছেন। সেই বল উইলিয়ামসন ফ্লিক করছেন স্লিপে।
সেখানে থাকা তাঁর কুকুরটিও লাফ দিয়ে সেই বলটি লুফে নিয়েছে। তাও বেশ দক্ষতার সাথেই। এরপর লাফিয়ে উঠে উল্লাস করছেন উইলিয়ামসন। স্লো মোশনে করা সেই ভিডিওর নিচে উইলিয়ামসন ক্যাপশন দিয়েছেন, ‘স্যান্ডি স্লিপে আছে! আর কোনো কুকুর কি স্যান্ডির সঙ্গে যোগ দিতে ইচ্ছুক?’
এর আগে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করা নিউজিল্যান্ডের ডাক্তার এবং নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খোলা চিঠি লিখেছিলেন উইলিয়ামসন। করোনা প্রতিরোধে অনেকটাই সফল নিউজিল্যান্ড। দেশটিতে এখন পর্যন্ত ২৮৩ জন করোনায় আক্রান্ত হলেও মারা যাননি কেউই।