অজিরা আইপিএল না খেললে বিপাকে পড়বেন ল্যাঙ্গার!

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইতোমধ্যেই ১৭ দিন পিছিয়ে দেয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যদিও করোনাভাইরাস আতঙ্কের কারণে এবারের আইপিএল মাঠে গড়ায় কিনা- সেটা নিয়েও থাকছে প্রশ্ন। এবার যদি আইপিএল না হয় তাহলে বিপাকে পড়বেন জাস্টিন ল্যাঙ্গার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াড সাজাতে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে তাঁকে, সম্প্রতি এমনটাই বলেছেন ল্যাঙ্গার।

অস্ট্রেলিয়ার কোচ বলেন, 'স্কোয়াড নির্বাচন নিয়ে আমি কিছুটা বিব্রত থাকব। দলটি যথেষ্ট পরিপক্ব। সব সেট হয়ে আছে। তবুও দুই-একটা পজিশন নিয়ে দেখার বিষয় আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুদিন আগে আমরা দারুণ খেলেছি।
এমন সংকটময় পরিস্থিতি (করোনাভাইরাসের প্রকোপ) শুরু হওয়ার আগে আমরা আইপিএল শুরুর অপেক্ষায় ছিলাম। আমরা চেয়েছিলাম আমাদের ক্রিকেটাররা আইপিএল খেলুক।'
আইপিএল মাঠে না গড়ালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও ভালো হবে না কোনো দলের, মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার।
তিনি বলেন, 'সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানকার প্রস্তুতি নেয়ার জন্য আইপিএলের চাইতে বড় আসর আর হতে পারে না। সমগ্র বিশ্বের অবস্থা এখন ভালো নয়।
করোনাভাইরাস এখন শুধু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয় নয় বা ভারতের নিরাপত্তার বিষয় নয়, বরঞ্চ সমগ্র বিশ্বেই এটা ছড়িয়ে পড়েছে।'