টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কায় মাইকেল ভন

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। কিন্তু করোনাভাইরাসের কারণে আসন্ন বিশ্বকাপ মাঠে গড়ানো নিয়ে শঙ্কায় আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
মরণঘাতী করোনাভাইরাসের কারণে থমকে আছে পুরো বিশ্ব। বন্ধ রয়েছে সব ধরণের স্পোর্টিং ইভেন্ট। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাতিল করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব।

উদ্ভূত পরিস্থিতিতে বিবেচনায় ২০০৫ অ্যাশেজ জয়ী অধিনায়ক ভন বলেন, 'মানুষের কথা চিন্তা করলে সব কিছু এখন কম প্রাধান্য পাচ্ছে। তারপরও সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সেটাও বলা যাচ্ছে না। এমন অবস্থায় বিশ্বকাপ হবে কিনা সেটা নিয়ে শঙ্কায় আছি।'
আগামী ২৯শে মার্চ ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সদস্য দেশগুলোর সঙ্গে বৈঠকে বসবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সে আলোচনায় প্রাধান্য পাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আইসিসি অবশ্য আয়োজক দেশ অস্ট্রেলিয়ার করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনই চূড়ান্ত নিতে নারাজ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
করোনাভাইরাসের কারণে পরিস্থিতি কোন দিকে গড়াবে সেটি এখনো স্পষ্ট নয়। সেক্ষেত্রে বিকল্প কি করা যেতে পারে সেটি নিয়ে আলোচনা হবে ২৯শে মার্চের সভায়।